Advertisement
Advertisement
Ranbir Kapoor

মোদির সঙ্গে কী কথা হল রণবীর, আলিয়া, করিনার? প্রকাশ্যে এল ভিডিও

টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর, আলিয়া, করিনাদের।

Ranbir Kapoor Kareena Kapoor Alia Bhatt talks with Narendra Modi video viral
Published by: Akash Misra
  • Posted:December 12, 2024 9:37 am
  • Updated:December 12, 2024 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বুকের ভিতর দুরু দুরু গোটা কাপুর পরিবারের। টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর, আলিয়া, করিনাদের। তবে যেই না মোদির এলেন সামনে, দুম করেই টেনশনে ভরা পরিস্থিতি বদলে গেল ঘরোয়া আড্ডায়। হ্যাঁ, এমনটাই ঘটল মঙ্গলবার। আর সেই সাক্ষাতেরই ভিডিও এখন ঘুরছে সোশাল মিডিয়ায়।

১৪ ডিসেম্বর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক রাজ কাপুরের জন্ম শতবর্ষ পূর্তি। সেই উপলক্ষেই নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই উৎসবেই আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, রণবীর কাপুর, করিনা কাপুর খান, নীতু কাপুর, আলিয়া ভাট, সইফ আলি খানরা।

Advertisement

সোশাল মিডিয়ায় ঋষি কাপুরকন্যা রিধিমা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, কাপুর ফ্যামিলির সঙ্গে খোশ গল্পে মজে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর আড্ডার বিষয় যোগাসন। নরেন্দ্র মোদিকে রিধিমা জানিয়েছে, তিনি, করিনা, করিশ্মা এবং নীতু কাপুর নিয়মিত যোগাসন করেন। কাপুর ফ্যামিলির মহিলাদের মুখে একথা শুনে বেশ আপ্লুত প্রধানমন্ত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial)

অন্যদিকে, রণবীর জানিয়েছেন, ”মোদিজি খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা ভিতর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম। তবে অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করি। অসংখ্য ধন্যবাদ মোদিজিকে।”

করিনার কথায়, ”প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা আমার স্বপ্ন ছিল। যা সত্য়ি হল। দারুণ অভিজ্ঞতা। মনে হল আপনজনের সঙ্গে কথা বলছি।”

আলাপচারিতা সেরে জেহ-তৈমুরের জন্য সইফ-করিনার (Kareena Kapoor-Saif Ali Khan) হাতে বিশেষ উপহার তুলে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আহ্লাদে আটখানা বেবো।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial)

সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুললেন না করিনা কাপুর খান। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে দিল্লিতে তার একরাত আগে থেকে শুরু হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’। তার প্রাক্কালেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা। সইফ-করিনা, রণবীর-আলিয়া, করিশ্মা কাপুর, রিধিমা কাপুর সাহানি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নীতু কাপুর, রিমা জৈন এবং তাঁর ছেলে আদর জৈন। ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, তার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিনা কাপুর। তবে জেহ, তৈমুর (Taimur, Jeh) কী উপহার পেল মোদির তরফে? বেবোর পোস্টেই মিলল তার ঝলক। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল দুই পতৌদি খুদের জন্য একটুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দিয়েছেন মোদি। আর এই বয়সেই দেশের প্রধানমন্ত্রীর তরফে অটোগ্রাফ সংগ্রহ করা চারটিখানি কথা নয়! পতৌদি কিংবা কাপুর পরিবার বলেই সম্ভব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement