Advertisement
Advertisement
Rahul Dev Bose

‘যদি অবসর নিই…’, সৃজিতের ‘পদাতিক’-এ অমিতাভ হয়ে আবেগঘন রাহুল

সোশাল মিডিয়ায় 'পদাতিক' সিনেমার শুটিংয়ের ছবি শেয়ার করেছেন রাহুল।

Rahul Dev Bose on playing Amitabh Bachchan in Srijit Mukherji's Padatik
Published by: Suparna Majumder
  • Posted:October 18, 2024 5:57 pm
  • Updated:October 18, 2024 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার সব চরিত্র কাল্পনিক নয়। কিংবদন্তিদের জীবনের গল্পও ক্যামেরাবন্দি হয়। তাই-ই করেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে তিনি তৈরি করেছেন ‘পদাতিক'(Padatik)। পুজোর মরশুমে ‘টেক্কা’, ‘বহুরূপী’, ‘শাস্ত্রী’র পাশাপাশি এই ছবিও সিনেমা হলে দেখা গিয়েছে। ছবিতে বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস(Rahul Dev Bose)। এই অভিজ্ঞতা তাঁর কাছে সারাজীবনের সম্পদ।

Srijit-Rahul-1

Advertisement

সোশাল মিডিয়ায় ‘পদাতিক’ সিনেমার শুটিংয়ের ছবির একটি কোলাজ শেয়ার করেছেন রাহুল। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘যদি আজ অভিনেতা হিসেবে অবসর নিয়ে নিই তাহলে ‘পদাতিক’ সিনেমায় তরুণ বয়সের অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে।’

Srijit-Rahul-2

রাহুল জানান, ছোটবেলা থেকেই তিনি বিগ বি-র ভক্ত। তাঁর বাবা দেব কুমার বসু তো আরও বড় ভক্ত। সেই কারণেই এই সুযোগ তাঁর কাছে অত্যন্ত সম্মানের। এর জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ দেন তিনি। লেখেন, ‘মায়েস্ত্রো সোমনাথদা এবং দারুণ সাবর্ণীদিকেও এই ম্যাজিক করার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ফ্রেন্ডস কমিউনিকেশন অবং ফিরদৌসুল হাসানের প্রতি কৃতজ্ঞতা ‘পদাতিক’-এর মতো সিনেমাকে সাপোর্ট দেওয়ার জন্য।’

সিনেমার প্রচলিত ব্যকরণ ভেঙে নতুন ভাষা তৈরির কারিগর মৃণাল সেন। এমন মানুষের জীবনের নানা দিক বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পদাতিক’। ছবিতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। অল্প বয়সের মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছে কোরাক সামন্তকে। গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। জীতু কমল হয়েছেন সত্যজিৎ রায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement