সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’, এই সংলাপ মাতিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় বুঁদ ছিলেন সিনেপ্রেমীরা। এখন ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa The Rule) মুক্তির অপেক্ষা। টিজারেই সাড়া ফেলে দিয়েছিল। এবার পাটনার গান্ধী ময়দানের বিগ বাজেট অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হল ট্রেলার।
এবার চন্দন দস্যুর ব্যবসার জাল কীভাবে বাজার কাঁপাবে, সেই অশ্বমেধ যজ্ঞের ঝলক দেখা গেল ট্রেলারে। সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। প্রেমিকার সঙ্গে সংসার পেতেছে। তার মাঝেই ভয়ানক সব কাণ্ডকারখানা তার। রশ্মিকা-আল্লুর রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল। আল্লু অর্জুন আগেরবারের মতোই দাপুটে। বরং এবার আরও ভয়ানক, তা বলাই বাহুল্য! তবে গোটা ট্রেলারে যিনি চমকে দিলেন, তিনি ফাহাদ ফসিল। পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়লেন তিনি। প্রথম ছবিতে দুই তারকার সম্মুখ সমরের আভাস মিলেছিল। এবার চোর-পুলিশ ইঁদুর দৌড় দেখা যাবে পর্দায়।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে। রবিবার সন্ধেয় সিনেমার ট্রেলার দেখে প্রত্যাশার পারদ আরও চড়ল বইকী! ‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তির আগেই ১০০০ কোটির ‘ব্লকবাস্টার’ ব্যবসা হাঁকিয়েছে চন্দন দস্যু। আর এই বিগ বাজেট সিনেমাতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন (Allu Arjun) যে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তাতে তিন-তিনটে বলিউড সিনেমা হয়ে যায়। শীতকালীন প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর সাত-সাতটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’।
ফার্স্টলুকের মতোই টিজারেও আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র (Gangamma Thalli) অবতারে দেখা গেল। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যাঁর জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। সেই লুকের জন্য নীল শাড়ি পরে টিজারে মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স দেখিয়ে ছিলেন আল্লু অর্জুন। ছবির মোড় ঘোড়ানো অংশগুলিকে ট্রেলার হিসেবে সামনে আনলেন দক্ষিণী সুপারস্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.