সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্যের মুকুটে বিতর্কের পালক! বক্স অফিসে বিজয়রথ ছোটানোর পাশাপাশি ব্লকবাস্টার ‘পুষ্পা ২’ ছবির সঙ্গে জুড়ল বিতর্ক। রাজপুত নেতা রাজ শেখাওয়াতের অভিযোগ, “আল্লু অর্জুনের সিনেমায় ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে। অতিসত্ত্বর সেই ভুল না শোধরালে, ভয়ঙ্কর পরিণাম হবে।” ভিডিও বার্তায় নির্মাতাদের মারধরের হুমকিও দেন তিনি।
সিনেমায় হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ নতুন নয়! এর আগেও ‘পদ্মাবত’ সিনেমার একটি দৃশ্যের জন্য দীপিকা পাড়ুকোণকে হুমকি দিয়েছিল করণি সেনা। সেক্ষেত্রেও রাজপুতদের ভাবাবেগে অভিযোগের আঘাত উঠেছিল। কখনও বা আবার কোনও সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে হুঁশিয়ারি দাগা হয়েছে এই হিন্দু সংগঠনের তরফে। এবার করণি সেনার রোষানলে ‘পুষ্পা ২’। তাঁদের অভিযোগ, ছবিতে সমূহ ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে। কেন এই অভিযোগ তুললেন রাজপুত নেতা রাজ শেখাওয়াত? তাঁর কথায়, “ছবিতে ফাহাদ ফসিল অভিনীত ‘ভানওয়ার সিং শেখাওয়াত’ নামে পুলিশের চরিত্রটিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। বার বার গোটা সিনেমাজুড়ে এই শেখাওয়াত শব্দটা যেভাবে ব্যবহৃত হয়েছে, তা ভীষণই অপমানজনক ক্ষত্রিয় সম্প্রদায়ের জন্য।” এহেন অভিযোগ তুলে দক্ষিণী সিনে নির্মাতাদের ‘সবক’ শেখাতে ভয়ংকর ঘোষণা রাজপুত নেতার।
এক ভিডিও বার্তায় হুমকির সুরেই রাজ শেখাওয়াতের মন্তব্য, “যত দ্রুত সম্ভব, সিনেমার সংলাপ থেকে ‘শেখাওয়াত’ শব্দটা ছেঁটে ফেলুন বা প্রয়োগ কমান। নইলে করণি সেনারা কিন্তু মারধর করবে। প্রয়োজনে চূড়ান্ত পর্যায়েও পৌঁছতে পারে।” এখানেই শেষ নয়, ‘পুষ্পা ২’র প্রযোজনা সংস্থা মৈথিরি মুভি মেকার্সকে ভুয়ো তথ্য রটানোর অভিযোগে আইনি হুঁশিয়ারিও দেগেছেন তিনি। এদিকে হায়দরাবাদের যে প্রেক্ষাগৃহে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে মহিলা পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন, সেই হলের মালিক-সহ ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.