Advertisement
Advertisement

Breaking News

Priyanka Sarkar

প্রথমবার এক ছবিতে ওম-প্রিয়াঙ্কা, আসছে থ্রিলার ছবি ‘বৃত্ত রহস্য’

কবে শুরু হচ্ছে থ্রিলার ছবির শুটিং?

Priyanka Sarkar, Om Sahani to pair for Thriller film
Published by: Sandipta Bhanja
  • Posted:February 21, 2025 4:58 pm
  • Updated:February 21, 2025 9:02 pm  

শম্পালী মৌলিক: খুব শিগগির শুরু হচ্ছে নতুন একটি থ্রিলার ছবির শুটিং। যার কেন্দ্রচরিত্রে প্রিয়াঙ্কা সরকার ও ওম সাহানি। ছবির পরিচালনায় তাপসী রায়। প্রসঙ্গত, এটি তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম। এর আগে অ‌্যাড ফিল্মস, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্যের ছবি করেছেন তিনি। ছবিটির নাম ‘বৃত্ত রহস‌্য’।

গল্প লিখেছেন আলেখ‌্য তলাপাত্র, যিনি একজন এনআরআই, ঔপনাসিক। জানা গিয়েছে, এই ছবির গল্প নিছক ফিকশন নয়, তার চেয়ে বেশি কিছু। এখানে বৃত্ত সময়ের প্রতীক। ঠিক যেমন, জীবন বা অভিজ্ঞতা চক্রের মতো ফিরে আসে অবিরাম, সেই রকম। আর চক্রে লুকিয়ে রয়েছে রহস‌্য। সিনেমায় এমন কিছু ঘটনা ঘটবে যা বিজ্ঞান বা প্রযুক্তির ব‌্যাখার বাইরে। ফলে, ছবিতে স্পেশাল এফেক্টস ও সিনেমাটোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ছবিতে অধ‌্যাপিকা রিতার চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। একসময় রিতা তার কাঙ্খিত বিবাহবিচ্ছেদ পায়। তারপর পাহাড়ের টানে বেরিয়ে পড়ে। যে হোটেলে ওঠে সেখানকার এক অতিথি সুশান্ত (ওম সাহানি) রিতার মনে প্রভাব বিস্তার করে। বলা যায় সুশান্ত একজন পেশাদার গাইড বা পরামর্শদাতা। এবার নতুন ভালোবাসার দিকে পদক্ষেপ করার সময়েই রিতার জীবনে অদ্ভুত ঘটনা ঘটে। তারপর কী হয়? সেই গল্প জানতে হলে ছবি মুক্তির অপেক্ষা করতে হবে।

Advertisement

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অলিভিয়া সরকার, শাশ্বতী গুহঠাকুরতা, দেবলীনা দত্ত, লাবণি সরকার। উত্তরবঙ্গ ও কলকাতা মিলিয়ে হবে শুটিং। ফেব্রুয়ারির শেষভাগে কাজ শুরুর কথা। ইতিমধ্যে চরিত্রদের লুক সেট হয়ে গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement