Advertisement
Advertisement

Breaking News

Raj Kapoor PM Modi

‘বিশ্ব চলচ্চিত্রের শোম্যান’, জন্মশতবার্ষিকীতে ‘রাজ কাহিনি’ মোদির মুখে

প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন বিশ্ব চলচ্চিত্রে সেই মহীরুহের অবদান।

PM Narendra Modi Pays Tribute To Raj Kapoor On His Birth Centenary
Published by: Sandipta Bhanja
  • Posted:December 14, 2024 2:58 pm
  • Updated:December 14, 2024 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করার জন্য গোটা কাপুর ‘খান-দান’ দিল্লিতে পাড়ি দিয়েছিল। উপলক্ষ্য রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। মোদি সাক্ষাতে যে কাপুরদের প্রবীণ-নবীন প্রজন্ম বেজায় খুশি, তা সোশাল মিডিয়ায় নানা পোস্টের ছয়লাপেই বোঝা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় নানাভাবে উঠে এসেছে তাঁদের অন্দরমহলের নানা প্রসঙ্গ। এবার কিংবদন্তী কাপুরের জন্মশতবর্ষে (Raj Kapoor Birth Centenary) বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানালেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুর। অভিনেতা, পরিচালক কিংবা প্রযোজক, সব ভূমিকাতেই তিনি সমান্তরালে ‘সব্যসাচী’। কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে অগনিত ক্লাসিক ছবি থেকে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রাজ কাপুর। পূর্বসূরীর সেই লিগ্যাসি আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। ভারতীয় চলচ্চিত্রের সেই কিংবদন্তী ‘শোম্যান’-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার এক্স হ্যান্ডেলে কলম ধরলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন বিশ্ব চলচ্চিত্রে সেই মহীরুহর অবদান।

Advertisement

শনিবার মোদি এক্স হ্যান্ডেলে লিখলেন, “আজ আমরা কিংবদন্তী রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যিনি একজন প্রতিভাবান তথা দূরদৃষ্টিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারত তথা বিশ্ব সিনেমার ইতিহাসে। রাজ কাপুর কিংবদন্তী শোম্যান। ওঁর সেই অসাধারণ প্রতিভা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করে চলেছে।” প্রসঙ্গত, ভারতীয় সিনেমার আসল শোম্যান বলেই পরিচিত রাজ কাপুর। সিনেমার মাধ্যমেই সামাজিক-অর্থনৈতিক কাঠামো তুলে ধরে আমজনাতর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’, ‘মেরা নাম জোকার’ এবং ‘সঙ্গম’-এর মতো কালজয়ী সিনেমাগুলো আজও সিনেমার অন্যতম ব্যাকরণ। যা আজীবন দর্শকদের মনে রয়েছে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement