সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন ‘পুরুষ’ প্রতিযোগী! সেই বিতর্কে উত্তাল প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। লিঙ্গ টেস্টে ফেল করা ইমানে খেলিফের (Imane Khelif) বিরুদ্ধে মাত্র ৪৫ সেকেন্ড লড়ে ম্যাচ ছেড়ে দেন অ্যাঞ্জেলা কারিনি (Angela Carini)। তার পরে সাফ জানান, ‘প্রতিপক্ষের থেকে এমন জোরে আঘাত পাননি কোনওদিন।’ এই ঘটনার পর থেকেই নেটদুনিয়ায় প্রবল তোপের মুখে পড়েছেন আলজেরিয়ার বক্সার খেলিফে। এবার সেই প্রেক্ষিতেই বিতর্কিত ‘পুরুষ’ বক্সার খেলিফেকে একহাত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
অ্যাঞ্জেলা কারিনির পাশে দাঁড়িয়ে সাংসদ অভিনেত্রীর মন্তব্য, “এই মেয়েটিকে একজন ৭ ফুট লম্বা পুরুষের সঙ্গে লড়াই করতে হয়েছে। অলিম্পিকে অংশ নেওয়া ওই বিতর্কিত প্রতিযোগী জন্মসূত্রেই পুরুষ। যার শরীরের সমস্ত অঙ্গই পুরুষের মতো। একজন পুরুষ হয়ে ওই মহিলা বক্সারকে তিনি রিংয়ের মধ্যে জন্তুর মতো নৃশংসভাবে মারেন। স্পষ্ট ওই মহিলা বক্সারকে খেলার অজুহাতেই শারীরিকভাবে নির্যাতনও করতে দেখা গিয়েছে তাঁকে। তবে ওঁর দাবি ও মহিলাই। তাহলেই ভাবুন, অলিম্পিকে মহিলাদের বক্সিং ম্যাচে কে আদতে জিতেছেন? ওই পোস্টেই কঙ্গনার সংযোজন, কাল আপনার সন্তানের চাকরি বা পদক ছিনিয়ে নেওয়ার আগেই আজ প্রতিবাদ করুন। মহিলাদের খেলাকে বাঁচান।” কাঠগড়ায় তুলেছেন অলিম্পিক কমিটিকেও। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “অ্যাথলিটদের পাসপোর্টের ভিত্তিতেই তাঁদের লিঙ্গ এবং বয়স নির্ধারণ করা হয়। ২০২০ টোকিও অলিম্পিকেও এই নিয়মই ছিল। প্যারিসের ক্ষেত্রে সেই নিয়ম পালটানো হয়নি। যেভাবে মহিলা বক্সারদের কাঠগড়ায় তোলা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়।”
দিন দুয়েক আগেই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বিতর্কে সরব হয়েছিলেন কঙ্গনা রানাউত। জিশুর ‘লাস্ট সাপার’কে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছিল অলিম্পিক কমিটির বিরুদ্ধে। সেই প্রসঙ্গেই সুর চড়িয়েছিলেন তারকা সাংসদ। কঙ্গনা রানাউতের অভিযোগ ছিল, ২০২৪ অলিম্পিক সমকামিতার প্রদর্শন ছাড়া কিছুই নয়! তাঁর কথায়, “প্যারিস অলিম্পিকে ‘দ্য লাস্ট সাপার’কে মারাত্মক যৌনতার মোড়কে পরিবেশন করা হয়েছে। বিশেষ করে, একটা শিশুকেও এই অতিনায়টকীয়তার অংশ করা হয়েছে। যার জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শুধু তাই নয়, একটি নগ্ন ব্যক্তিকে নীল রং মাখিয়ে জিশু হিসেবে দেখিয়ে খ্রিস্টান ধর্মকে উপহাস করেছে ওরা। এই দোষ সম্পূর্ণ বামপন্থীদের। অলিম্পিক ২০২৪-কে বামপন্থীরা পুরো নিজেদের মতো করে তুলে ধরেছে। ছিঃ লজ্জার!” শুধু তাই নয়, অলিম্পিকের মতো একটা অনুষ্ঠানে ফ্রান্সের আতিথেয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এবার অলিম্পিকে বিতর্কিত ‘পুরুষ’ বক্সার ইস্যুতে সরব তারকা সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.