Advertisement
Advertisement
Paatal Lok Season 2 Teaser

‘পাতাল লোক ২’তে ন্যায়-অন্যায়ের খেলা আরও ভয়ংকর, হাইভোল্টেজ টিজারে ইঙ্গিত ‘হাতিরাম’ জয়দীপের

'পাতাল লোক ২'তে কি স্বস্তিকাকে দেখা যাবে?

Paatal Lok Season 2 Teaser: Jaideep Ahlawat Returns As Inspector Hathi Ram

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 3, 2025 2:42 pm
  • Updated:January 3, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কবে খুলবে ‘পাতাল লোক’-এর দরজা? ২০২০ সালের পর থেকে তক্কে তক্কে ছিলেন দর্শকরা। বছর পাঁচেক বাদে পঁচিশের গোড়াতেই পয়লা ঝলক প্রকাশ্যে এনে সুখবর এল। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। জানুয়ারি মাসের ১৭ তারিখ থেকে আমাজন প্রাইমে দেখা যাবে ‘পাতাল লোক সিজন ২’ (Paatal Lok Season 2)। তবে হাইভোল্টেজ টিজারেই ‘হাতিরাম’ জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat) সতর্কবাণী দিয়ে দিলেন যে এবার অন্ধকার জগত থুড়ি পাতাল লোকের ন্যায়-অন্যায়ের খেলা আরও ভয়ংকর।

পুলিশ অফিসারের ভূমিকায় হাতিরাম এবারও গল্পের ন্যারেটার। টিজারের শুরুতেই বলে দিলেন যে, নরকের খেলা এত সহজে শেষ হয় না! দেখা গেল, লিফটে ঢুকেই পাতালযাত্রার কথা তাঁর মুখে। হাতিরামের কথায়, “গ্রামের একজনের পোকামাকড় একদম পছন্দ ছিল না। আর সেই পোকামাকড়দেরই সমস্ত সমস্যার মূল শয়তান বলে মনে করত সে। একদিন একটা পোকা মেরে সে গ্রামের হিরো তো হয়ে গেল, কিন্তু একদিন নিজের বিছানার তলাতেই সহস্র, হাজার পোকা তাকে ঘিরে ধরল…।” এরপরই জয়দীপের প্রশ্ন, “কী মনে হয়েছিল, একটা-দুটো পোকা মারলেই খেলা শেষ? পাতাল লোকে এত সহজে তা হয় নাকি?” অপরাধজগতের কলকবজা আর মূলচক্রীদের নিয়ে যে এবার ন্যায়-অন্যায়ের খেলা আরও মারাত্মক, সেটা টিজারেই বুঝিয়ে দিলেন তিনি।

Advertisement

পয়লা ঝলকেই হাতিরাম জয়দীপ আহলাওয়াতের চেহারা রক্তাক্ত। এবারও যে সেই পুলিশ অফিসারের জার্নির মধ্য দিয়েই সমাজের ফাটলগুলো দেখা যাবে, তা বেশ বোঝা গেল। তবে এবার সম্ভবত স্বস্তিকা মুখোপাধ্যায়কে আর দ্বিতীয় মরশুমে দেখা যাবে না। জয়দীপের পোস্টে নেই তাঁর নাম, পরিবর্তে তিলোত্তমা সোমকে মেনশন করা। টিজার কিন্তু ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement