সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওরি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কে তা জানত? বুধবার ডোনাল্ড ট্রাম্প জিততেই নেটপাড়ায় নিজের নাগরিকত্ব ফাঁস করলেন বলিউড সেলেবদের ‘মধ্যমণি’। ডোনাল্ড ট্রাম্প জেতায় ওরির (Orry) উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না! মার্কিন নির্বাচনী ফলপ্রকাশ হওয়ার পরই সোশাল মিডিয়ায় গুচ্ছখানেক ছবি শেয়ার করেছেন ওরি। সেখানেই দেখা গেল, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষনের লাইভ ভিডিওয়, “আমার প্রেসিডেন্ট” বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। পালটা বার্তাও পেলেন ট্রাম্পের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে।
কখনও ব্যালট পেপার হাতে ধরে আবার কখনও বা ডোনাল্ড ট্রাম্পের ছবি শেয়ার করেছেন ওরহান আত্রামানি। ট্রাম্প সমর্থক হিসেবে তাঁর নাম লেখা একটি টি শার্টও পরেছিলেন তিনি। এখানেই শেষ নয়! ট্রাম্পকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাতা’ বলেও সম্বোধন করেছেন ওরি। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে যে ওরির একেবারেই পছন্দ ছিল না, মঙ্গলবার সোশাল মিডিয়ায় সেটা চাঁচাছোলাভাবে জানিয়ে দিয়েছিলেন ইনফ্লুয়েন্সার। এক ইনস্টাগ্রাম পেজে কমলা হ্যারিসের ভিডিওতে বমির ইমোজি পোস্ট করেন ওরি। কমেন্ট বক্সে লেখেন, “যে ট্রাম্পের সমর্থক নয়, সে আমেরিকাকেও ভালোবাসেন না!” সেখান থেকেই ফলত পরিষ্কার হয়ে যায় যে ট্রাম্পেরই সমর্থক বলিউডের ওরি। আর বুধবার মার্কিন মসনদ ফের একবার ট্রাম্পের দখলে যেতেই সে কী উচ্ছ্বাস ওরহান আত্রামানির। যদিও মার্কিন প্রেসিডেন্টের তরফে কী বার্তা এসেছে, তার গোটাটা ফাঁস করেননি ওরি।
View this post on Instagram
আম্বানিদের পার্টি হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যেখানে তাঁকে দেখা যায় না। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর থেকে সলমন খান, সবার প্রিয় ওরি। সোশাল মিডিয়াতেও তাঁকে ঘিরে কৌতূহল প্রচুর। কারণ, তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। এসেই ওরি একবার জানিয়েছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন। ভাবুন তাহলে, তাঁর সোশাল সোশাল মিডিয়া অ্যাকাউন্টের কী জোর! যেখানে বুধবার ট্রাম্পের জয়গান গাওয়া পোস্টের ছড়াছড়ি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.