Advertisement
Advertisement
Model Harassment

উত্তাল কলকাতায় তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

প্রতিবাদে ফুটন্ত কলকাতায় আরও এক লজ্জাজনক ঘটনা!

One accused arrests in allegation of harassments of a Model

প্রতীকী ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2024 4:08 pm
  • Updated:September 8, 2024 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের পর থেকে উত্তাল শহর। প্রতিবাদে ফুটন্ত কলকাতায় আরও এক লজ্জাজনক ঘটনা। আবারও নারী নির্যাতনের অভিযোগ। বাংলার গ্ল্যামার দুনিয়াতেও যৌন হয়রানি, হেনস্তার ঘটনায় উত্তাল সিনেমাপাড়া। তবে এবার এক তরুণী মডেলকে শ্লীলতাহানির অভিযোগ উঠল।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। সেই অভিযুক্তর মেকআপ অ্যাকাডেমি রয়েছে। সেখানেই ওই তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। রবিবার পুলিশ সূত্রে খবর, ওই মডেলের অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছিল এফ আই আর। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, মঙ্গলবার বেলা পৌনে ১২টা নাগাদ মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ অ্যাকাডেমিতে যান তিনি। পৌঁছনোর পরই ওই প্রতিষ্ঠানের মালিক তাঁকে বিবস্ত্র করেন বলে অভিযোগ। শ্লীলতাহানির ঘটনা ঘটার পরই ওই মডেল স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ভাই-দাদারা নয়, এবার রক্ষাকর্তা দিদি আলিয়া, উত্তাল সময়ে ‘জিগরা’র ট্রেলারে নারীশক্তির জয়গান]

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৭৪, ৭৬, ৩৫১(২), ৭৯ এবং ১১৫(২) ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। তরুণী মডেলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবারও কলকাতাজুড়ে প্রতিবাদী মিছিল হয়েছে। লালবাজারের সামনে আন্দোলনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। বুধবারও রাত দখল কর্মসূচী ছিল। গোটা কলকাতা যখন আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে, তখনও এহেন ঘটনা ঘটছে খাস শহরে।

[আরও পড়ুন: ‘ডিভোর্সি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে নাকি?’, নিন্দুকদের একহাত নিলেন মধুমিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement