Advertisement
Advertisement

Breaking News

Uttam Mohanty Death

প্রয়াত উত্তম মোহান্তি, ওড়িয়া সিনেজগতে নক্ষত্রপতন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওড়িয়া সিনেজগতের 'পয়লা সুপারস্টার' হলেও একাধিক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন উত্তম। তাঁর প্রয়াণে শোকের ছায়া সিনেদুনিয়ায়।

Odia film icon Uttam Mohanty dies, Chief Minister announces state honours
Published by: Sandipta Bhanja
  • Posted:February 28, 2025 10:04 am
  • Updated:February 28, 2025 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িয়া সিনেজগতে নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি (Uttam Mohanty)। ফেব্রুয়ারি মাসের গোড়াতেই অভিনেতার গুরুতর অসুস্থ হওয়ার খবর শোনা গিয়েছিল। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি থাকলেও পরে আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা আর হল না। মাত্র ৬৬ বছর বয়সেই চিরতরে পরলোকের উদ্দেশে রওনা হলেন ওড়িয়া সিনেজগতের ‘পয়লা সুপারস্টার’ উত্তম মোহান্তি।

জানা গিয়েছে, দিল্লির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। ওড়িয়া সিনেজগতের নক্ষত্রপতনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শোকবার্তা জ্ঞাপন করে তিনি জানিয়েছেন, “ওঁর চলে যাওয়া ওড়িশা সিনেইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। উত্তম মোহান্তি ছিলেন ওড়িয়া সিনেশিল্পের এক পথপ্রদর্শক নক্ষত্র। দু দশকেরও বেশি সময় ধরে হিরোর ভূমিকায় রাজত্ব করেছেন ওড়িয়া বিনোদুনিয়ায়। আমাদের কিংবদন্তী। বাংলা এমনকী হিন্দি ছবিতেও নিজস্ব অভিনয়গুণে ওড়িশার চলচ্চিত্রজগৎকে উচ্চস্তরে পৌঁছে দিয়েছিলেন উত্তম মোহান্তি।” উল্লেখ্য, ওড়িশার অভিনেতা হলেও একাধিক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন উত্তম।

Advertisement

ওড়িয়া সিনেমার জগতে অতি জনপ্রিয় উত্তম মোহান্তি (Uttam Mohanty Death)। ১৯৭৭ সালে সিনেদুনিয়ায় পথচলা শুরু হয় তাঁর। কয়েক দশকের কেরিয়ারে ওড়িয়া পাশাপাশি বাংলা ছবিতে নজর কাড়েন। কমপক্ষে ৩০টি বাংলা ছবি করেছেন তিনি। নয়া জাহির নামে এক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। ওড়িশার রাজ্য সরকারের তরফে বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। বর্তমানে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন। আগামী ১২ জুন ছবি মুক্তি। তার প্রাক্কালেই চিরতরে বিদায় নিলেন ওড়িশার প্রথম সুপারস্টার উত্তম মোহান্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub