Advertisement
Advertisement
Yash-Nusrat

দিলজিতের কলকাতা কনসার্টে যশ-নুসরতের নাচ, ভিডিও পোস্ট করে নায়িকা লিখলেন…

মঞ্চে তখন নিজের সুপারহিট গান 'লাভার' গাইছিলেন দিলজিৎ।

Nussrat Jahan and Yash Daasguptaa enjoyed Diljit Dosanjh Kolkata Concert
Published by: Suparna Majumder
  • Posted:December 1, 2024 9:00 am
  • Updated:December 1, 2024 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর মাসের শেষ দিন। শনিবার কলকাতার রাত ছিল দিলজিৎ দোসাঞ্ঝের। আর সেই রাতের সাক্ষী যেমন সাধারণ দর্শক থাকলেন, তেমনই দিলজিতের সুরেলা আয়োজন উপভোগ করলেন টলিউতের তারকা জুটি যশ-নুসরত। একসঙ্গে নাচলেন ‘লাভার’ গানে।

Yash-Nusrat

Advertisement

দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে ‘সিটি অফ জয়’ কলকাতায় পা রাখেন দিলজিৎ। কলকাতায় এসেই বাংলা সংস্কৃতিকে যেন ভালোবেসে ফেলেছেন দিলজিৎ। আর সেই কারণেই ‘আমি শুনেছি সেদিন…’, বাংলা গান সঙ্গী করেই গোটা কলকাতা চষে ফেলেন পাঞ্জাবি রকস্টার। এখানেই শেষ নয়, কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পুজোও দিয়েছিলেন গায়ক-অভিনতা।

পাঞ্জাবি স্টারের গানের অনুরাগী যশ-নুসরত। তাই তো সুযোগ পেয়েই কনসার্টে চলে যান। নুসরতের পরনে ছুল ফ্লুরোসেন্ট কালারের জ্যাকেট। যশ পরেছিলেন নীল টি-শার্ট। মঞ্চে তখন নিজের সুপারহিট গান ‘লাভার’ গাইছিলেন দিলজিৎ। তাতেই রোম্যান্টিক হয়ে ওঠেন যশ-নুসরত। নাচতে নাচতেই করেন প্রেমের অঙ্গীকার। দিলজিৎকে ট্যাগ করে কনসার্টের ভিডিও শেয়ার করেন নুসরত। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মনের সবটাই দিয়ে দিলাম।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

এবারের লক্ষ্মীপুজোর দিন বড় চমক দিয়েছিলেন যশ-নুসরত। নিজেদের নতুন ছবি ‘আড়ি’র ঘোষণা করেছিলেন তাঁরা। ‘সেন্টিমেন্টাল’ ছবি থেকেই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন নুসরত-যশ। সেই ব্যানারেই এই নতুন ছবি তৈরি করা হচ্ছে। ডিসেম্বর মাসেই ‘আড়ি’র শুটিং শুরু করতে চলেছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তাঁর আগে তিরুপতি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন। সেদিন অভিনেত্রীর পরনে ছিল ঐতিহ্যবাহী সোনালি পাড়ের দক্ষিণী শাড়ি। সিঁথিতে সিঁদুর। সেই সঙ্গে মানানসই দক্ষিণী ধাঁচের গয়নায় সেজেছিলেন নুসরত। অন্যদিকে যশ দাশগুপ্তকেও দেখা যায় দক্ষিণী স্টাইলে সাদা ধুতি-পাঞ্জাবি পরনে। গলায় উত্তরীয়ও ছিল। আর হাতে ছিল ‘আড়ি’ ছবির চিত্রনাট্য। আগামী বছরের পয়লা বৈশাখে নতুন এই ছবি মুক্তি পাওয়ার কথা। ছবিটি পরিচালনা করছেন জিৎ চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মৌসুমী চট্টোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement