Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

মাতৃদিবসে ছেলের মুখ দেখালেন নুসরত জাহান, কার মতো দেখতে খুদে ঈশান?

জন্মের আগে থেকেই ঈশান লাইমলাইটে।

Nusrat Jahan posted picture with son on mother's day
Published by: Sandipta Bhanja
  • Posted:May 12, 2024 4:54 pm
  • Updated:May 12, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুচকে ঈশানকে দেখার অপেক্ষায় অনুরাগীরা বছর দুয়েক ধরেই। যশ-নুসরতের ছেলেকে কেমন দেখতে হয়েছে? বহুবার তারকাজুটিকে সোশাল মিডিয়ায় খুদের ছবি প্রকাশ্যে নিয়ে আসার অনুরোধ করেছেন ভক্তরা। এবার শেষমেশ অপেক্ষার অবসান। মাতৃদিবসে ছেলের মুখ দেখালেন নুসরত জাহান (Nusrat Jahan)।

একুশ সালের আগস্ট মাসে জন্ম হয় ঈশানের। জন্মের আগে থেকেই সে লাইমলাইটে। পিতৃপরিচয় নিয়েও কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে সোশাল মিডিয়াজুড়ে। এত বিতর্কের জেরেই সম্ভবত সন্তানের মুখ সামনে আনেননি যশ-নুসরত। বছর দুই আগে দীপাবলিতে সন্তান কোলে ছবি দিয়েছিলেন বটে, তবে তাতে মুখ দেখা যায়নি ছেলের। এবার মাতৃদিবসে ঈশানকে কোলে নিয়ে ছবি শেয়ার করলেন নুসরত। পরনে গোলাপি শাড়ি। চোখেমুখে লাবণ্যে পরিপূর্ণ। নুসরত একেবারে ‘হ্যাপি মাম্মা’ হিসেবেই ধরা দিলেন। নিজের মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর যশ-নুসরতের ছেলের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়। খুদেকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুরাগীরাও।

Advertisement

সম্প্রতি কোয়েল মল্লিকের ছেলে কবীরের জন্মদিনের পার্টিতে একঝলক দেখা গিয়েছিল নুসরত-পুত্র ঈশানকে। আর সেই মুহূর্তের ঝলকই নিমেষে ভাইরাল হয়ে যায় তখন। এরপর মা নুসরত আর দেরি করলেন না এবার। মাতৃদিবসেই ছেলে ঈশানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।

এদিকে লোকসভার আবহেও ভোটের ময়দানে তিনি নেই। নিজমুখে সরাসরি রাজনীতিকে বিদায় না জানালেও তাঁর দূরত্ব নিয়ে কম চর্চা চলেনি। টিকিট না পেয়ে গতবারের সাংসদের কি সত্যিই রাজনীতির প্রতি মোহভঙ্গ হয়েছে? আমজনতার মনে যখন এসব কৌতূহল তুঙ্গে, তখন নুসরত জাহান (Nusrat Jahan) মজে ব্যক্তিগতজীবন নিয়ে। নেটপাড়ার বলছে, রাজনীতির লাইমলাইট থেকে সরে গিয়ে যেন ‘মোক্ষলাভ’ হয়েছে অভিনেত্রীর। আদ্যোপান্ত সংসার-কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে তিনি। কাজের অবসরে বিদেশে ছুটিও কাটিয়ে এসেছেন যশের সঙ্গে। নিত্যদিন সেই ট্যুরের ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের ঘুম ওড়াচ্ছেন! আর রবিবাসরীয় বিকেলে ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন।

[আরও পড়ুন: বাংলা ছাড়ছেন মধুমিতা! বলিউডে সুযোগ পেয়েই মুম্বই পাড়ি অভিনেত্রীর, ‘পাখি’র চোখ দক্ষিণেও!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

রাজনীতির ‘গ্ল্যামার গার্ল’ এখন নিজস্ব দুনিয়ায় ব্যস্ত। বসিরহাটের বিদায়ী সাংসদ গত পাঁচ বছরে বারবার নিজস্ব সংসদীয় কেন্দ্রের জমা বিতর্কের আগুনে ‘ঠান্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়িয়েছেন। ফ্ল্যাট দুর্নীতিতেও নাম জড়িয়েছিল তাঁর। বিতর্ক যেন চিরসঙ্গী নুসরত জাহানের। তবুও তিনি ডোন্ট কেয়ার! বরাবর নিজের শর্তে চলেছেন। চলতি লোকসভা ভোটে অভিনেত্রীর নির্লিপ্ত থাকা নিয়েও গোড়ার দিকে কম কটাক্ষ করেনি বিরোধী শিবিরগুলো। একপ্রকার নুসরতের টিকিট না পাওয়ার বিষয়টা যেন আগে থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে সেসবে ভ্রুক্ষেপ নেই তাঁর। নিজের মতো করে জীবন কাটাচ্ছেন নুসরত জাহান।

[আরও পড়ুন: ‘উচ্ছেবাবু’ আদৃতের বিয়েতে নিমন্ত্রণই পাননি ‘মিঠাই’! বউভাতের রাতে ‘খোঁচা’ সৌমিতৃষার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement