সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় আশা ছিল। বিশ্বমঞ্চে ভারতের ‘গাঁয়ের বধূ’দের গল্প পাবে স্বীকৃতি। আপাতত সে সপ্ন অধরা মাধুরী। অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে ‘লাপাতা লেডিজ’। হতাশা আছে, থাকবে। কিন্তু হাল ছাড়তে নারাজ আমির খান, কিরণ রাও। অস্কারই শেষ কথা নয়, মনে করেন প্রযোজক-পরিচালক।
শুধু পরিচালনা নয় আমির খান, জ্যোতি দেশপাণ্ডের পাশাপাশি ‘লাপাতা লেডিজ’ ছবির প্রযোজনাতেও অংশীদার কিরণ রাও। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দেন তিনি। ছবির পোস্টার শেয়ার করে লেখেন, ‘এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।’
এতদূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জ্যুরিদের ধন্যবাদ দেন কিরণ। একইসঙ্গে গোটা টিমের পক্ষ থেকে ছবির দর্শকদের ধন্যবাদ দেন তিনি। যে ১৫টি ছবি অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগোরিতে শর্টলিস্টেড হয়েছে তাদের শুভকামনা জানিয়ে কিরণ লেখেন, ‘আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারাবিশ্বের দর্শকদের তা জানাবো।’
View this post on Instagram
প্রসঙ্গত, এর আগে ‘লগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগোরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি। কিন্তু সেবছর এই পুরস্কার পায় ‘নো ম্যান’স ল্যান্ড’। ‘লগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। ছবির জন্য আমেরিকায় গিয়ে প্রচারও করেছিলেন কিরণ-আমির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.