সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা টলিপাড়াই রাখে যিশু-নীলাঞ্জনার তিক্ততার খবর। অভিনেতা এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু নীলাঞ্জনা? সরাসরি কিছু না বললেও নীলাঞ্জনার পোস্টে একাধিকবার পাওয়া গিয়েছে অভিমান ও ধিক্কারের ইঙ্গিত। সাম্প্রতিক পোস্টেও তার ব্যতিক্রম হল না। সন্তানদের কাছে যে টাকার চেয়েও ভালোবাসার দাম বেশি, সেকথা ভালোভাবেই বোঝালেন প্রযোজক।
দুই মেয়ে সারা ও জারার সঙ্গে নিজের পুরোনো একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নীলাঞ্জনা। ছবিতে লেখা ‘নিনি আর চিনি আমার চিরন্তন ভালোবাসা।’ এর নিচেই আবার অজ্ঞাতপরিচয় এক লেখকের বার্তা শেয়ার করেন নীলাঞ্জনা। যার ভাবার্থ, ‘শিশু সবসময় মনে রাখবে কে ওর পাশে ছিল, শুধু টাকা খরচ করলেই তার মনে জায়গা করা যাবে না। জামাকাপড়, খেলনা শিশুদের কাছে একসময় পুরনো হয়ে যায়, কিন্তু ভালোবাসা আর একসঙ্গে কাটানো সময় কখনও পুরনো হয় না।’ মায়ের এই পোস্ট শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়েছেন সারা সেনগুপ্ত।
রটনা ছিল, আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু সেনগুপ্ত। তার জেরেই এত বছরের দাম্পত্যে ভাঙন। শোনা এও গিয়েছিল, যিশুর ওই আপ্ত সহায়ক অন্তঃসত্ত্বা। কিন্তু এখন আবার জল্পনা, এমন কিছুই হয়নি। নিজের আপ্ত সহায়কের সঙ্গে যিশু সম্পর্কে জড়াননি। ওই মহিলার প্রেমিক রয়েছে। অভিনেতা তাঁকেও চেনেন।
শোনা এও যাচ্ছে, কলকাতায় এলে আর নিজের বাড়িতে থাকছেন না যিশু। মেয়েদের নামেই নাকি নিজের যাবতীয় সম্পত্তি লিখে দিয়েছেন তারকা। তিনি এখন দিদির সঙ্গে পুরনো বাড়িতে থাকেন। তবে প্রশ্ন একটাই, এতদিন ধরে এত জল্পনা আর কল্পনা চলছে, যিশু জবাব কেন দিচ্ছেন না? মনে করা হচ্ছে, দুই সন্তানের জন্যই নাকি যিশুর এই নীরবতা। আপাতত ‘খাদান’ সিনেমার প্রচারে দেখা যাচ্ছে তারকাকে। আর মঙ্গলবার তিনি নিজের একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তথাগত ঘোষের তোলা এই ছবির ক্যাপশনে যিশু লিখেছেন, ‘ড্রিমার।’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.