Advertisement
Advertisement

Breaking News

Jisshu Sengupta

নীলাঞ্জনাই যিশুর সঙ্গে পরিচয় করিয়েছিলেন শিনালকে! সেই ‘বন্ধু’ই ভাঙল সংসার?

টলিপাড়ার অন্দরমহলে গুঞ্জন।

Nilanjana Sengupta introduced Jisshu Sengupta with Shinal: Source
Published by: Sandipta Bhanja
  • Posted:August 12, 2024 5:49 pm
  • Updated:August 12, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার প্রায় ২ দশকের দাম্পত্য বিচ্ছেদ নাকি হচ্ছেই। দুজনের জীবনে চলার পথ নিয়েছে অন্য মোড়। শোনা যায় যে, এখন আর একছাদের তলায় থাকেন না তাঁরা। দুই মেয়ে সারা, জারার সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে যিশুর। অভিনেতা নাকি বর্তমানে তাঁর গলফগ্রিনের পুরনো বাড়িতেই থাকছেন। সম্প্রতি এমন বহু গুঞ্জন ভিড় করেছে টলিপাড়ার অন্দরে।

ডিভোর্সের বিষয়ে যিশু-নীলাঞ্জনা দুজনেই চুপ। নীলাঞ্জনা সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও যিশু এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনওরকম ইঙ্গিতবাহী পোস্ট করেননি। শোনা যাচ্ছে, শিনাল সুর্তির সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনেতার কর্মক্ষেত্রে সুবিধের জন্যই বন্ধু হিসেবে তাঁর বাড়িতে জায়গা দিয়েছিলেন তাঁকে। কিন্তু নীলাঞ্জনা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি যে, সেই বন্ধুর জন্যই তাঁর ঘর ভাঙবে! টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, বন্ধুমহলে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। প্রায় কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবরে কষ্ট পেয়েছেন নীলাঞ্জনার বাবাও। মাসখানেক আগেই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন তিনি। এমতাবস্থায় এটা যে তাঁর জন্য বড় আঘাত, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, স্ত্রী-সন্তানদের পাশাপাশি শ্যালিকা চন্দনা ভৌমিকের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছেন যিশু।

Advertisement

[আরও পড়ুন: ‘খুব অন্যায়’, বাংলাদেশের হিন্দু-সংখ্যালঘুদের হয়ে সরব ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনা খান]

যিশু-নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদ আইনি পথে আদৌ গড়িয়েছে কিনা, সেই বিষয়েও নানা ধন্দ তৈরি হয়েছে। তবে ডিভোর্স নাকি অবশ্যম্ভাবী! ঘনিষ্ঠমহল সূত্রে এমন কথাই শোনা যাচ্ছে। এদিকে যিশু-শিনালের লিভ ইন সম্পর্ক নিয়েও নানা কথা রটেছে! ‘মৌনতাই কি সম্মতির লক্ষণ?’ মনভাঙা অনুরাগীরা বারবার প্রশ্ন করেও উত্তর পাননি প্রিয় অভিনেতার কাছ থেকে। তবে শুভাকাঙ্ক্ষীদের একটাই আর্জি, ‘ঝড় থামুক। থিতু হোক পুরনো সম্পর্ক।’

[আরও পড়ুন: নীরজ চোপড়ার বায়োপিকে অভিনয় করুন শাহরুখ, আবদার সোনাজয়ী পাক জ্যাভলিন থ্রোয়ার নাদিমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement