Advertisement
Advertisement

Breaking News

Raha Kapoor

রণবীর-আলিয়ার মাঝে চিঁড়েচ্যাপ্টা রাহা! নাতনির ‘নাজেহাল’ ছবি পোস্ট ঠাকুমা নীতুর

রণবীরের দিদি রিধিমাও রাহার মিষ্টি ছবি শেয়ার করেছেন।

Neetu Kapoor shared cute picture on Raha's Birthday with Ranbir Kapoor and Alia Bhatt
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2024 1:21 pm
  • Updated:November 6, 2024 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দুবছর হয়ে গেল। ২০২২ সালের এই দিনেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের জীবনে এসেছিল মিষ্টি রাহা। এমনিতেই নাতনিকে চোখে হারান ঠাকুমা নীতু কাপুর। তার উপরে আবার আজ জন্মদিন বলে কথা। এমন দিনেই বড় তথ্য ফাঁস করে দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ছেলে-বউমার ভালোবাসায় যে তাঁর আদরের নাতনি কীভাবে ‘নাজেহাল’ হয় সেই ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

Advertisement

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। তার আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২২ সালের ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান রণলিয়া। ‘মেয়ের মুখ কবে প্রকাশ্যে আনবেন?’ এই প্রশ্নের উত্তরে আলিয়া জানিয়েছিলেন, উপযুক্ত সময়েই রাহাকে সবার সামনে আনবেন। নিজের এই কথা বড়দিনে রাখেন অভিনেত্রী।

বাবা রণবীরের কোলে চড়ে প্রথমবার পাপারাজ্জির সামনে এসেছিল রাহা। সেই থেকে সে সকলের নয়নের মণি। রাহার নানা মুহূর্ত ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়। এমনিতে রাহা ‘বাপ কা বেটি’। বাবা রণবীর কাপুরের কোলে দিব্যি থাকে। আবার মা আলিয়ারও বেশ আদরের সে। পিসি রিধিমা কাপুরও ‘বার্থডে গার্ল’ রাহার মিষ্টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে রিধিমাকন্যা সামারাও রয়েছে।

Riddhima-Kapoor-Insta-Story

আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ের মুখে এখন আধো বুলি। যা কিছুদিন আগেই বিমানবন্দরে শোনা গিয়েছিল। রাহাকে নিয়ে মুম্বই ছেড়েছেন রণবীর-আলিয়া। বিমানবন্দরে সিকিউরিটি চেক চলছিল তাঁদের। চারপাশে ঘিরে ধরেছিল পাপারাজ্জি। তারকা দম্পতি ও ছোট্ট রাহার ছবি-ভিডিও করতে মুখিয়ে ছিলেন প্রত্যেকে। আচমকা আলিয়ার কোলে থাকা রাহার মুখে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করতে থাকে সে। প্রথমে মনে করা হয়েছিল পাপারাজ্জির উদ্দেশেই রাহার এই ইশারা। অল্প সময়েই সকলের ভুল ভাঙে। আসলে ছেলে-বউমা ও নাতনিকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন নীতু কাপুর। ভিডিও দেখে যেটুকু দেখা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, ঠাকুমাকে দেখেই ছোট্ট রাহা উচ্ছ্বসিত হয়ে যায়। বলতে থাকে ‘কত্ত ছবি তোলা হচ্ছে।’ নীতু কাপুরও খেলার ছলে নাতনির এই কথায় সায় দেন। ঠাকুমা-নাতনির এই মিষ্টি কথোপকথমে মুগ্ধ হন নেটিজেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement