Advertisement
Advertisement
Nandana Dev Sen

‘লোকের মতামতের বোঝা…’, বিকিনি পরে ড্রেসকোড ফতোয়ায় কষিয়ে জবাব অমর্ত্যকন্যা নন্দনার

কী বললেন নন্দনা দেব সেন?

Nandana Dev Sen on body positivity, dressing rule
Published by: Sandipta Bhanja
  • Posted:August 5, 2024 12:37 pm
  • Updated:August 5, 2024 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল বলছে নন্দনা সেনের বয়স ৫৬। আর তাঁর কথায়, ‘বয়স একটা সংখ্যা মাত্র!’ কোন বয়সে মেয়েদের কী পরা উচিত এবং কী নয়, কোন পোশাক মানানসই এবং নয়?… এই নিয়ে নেটপাড়ার নীতিপুলিশদের চর্চার অন্ত নেই! ড্রেসকোড নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নন্দনা সেনকেও। এবার নিন্দুকদের পোশাক ফতোয়া নিয়ে জবাব ছুঁড়লেন অমর্ত্যকন্যা।

বিকিনি পরে সোশাল মিডিয়ায় একটি রিল ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “কেউ আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আমি পোশাক নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ রয়েছে কিনা? বা পোশাকের ক্ষেত্রে কোনও নিয়ম মানি কিনা? আমার এরটাই রুলবুক এক্ষেত্রে- সেটা হল স্বাচ্ছন্দ্য। আরও বেশি করে কমফর্ট। আমি শুধু নিজের জন্য সাজি। আসুন নিজেদের স্টাইলিংকে আরও বেশি করে আপন করে নিই। যা পরলে আমরা মুক্ত এবং চমৎকার বোধ করি।” শুধু তাই নয়, ভিডিও বার্তাতেও নন্দনা দেব সেনের মন্তব্য, “চল্লিশের পরও কী পরব না পরব, এগুলো লোকের মতামতের বোঝা মাত্র!”

Advertisement

[আরও পড়ুন: ‘অত্যন্ত ঘৃণ্য মানসিকতার পরিচয়’, বেশি বয়সে দাদার বিয়ে নিয়ে কটাক্ষের জবাব অপরাজিতা আঢ্যর]

টলিউড, বলিউড মিলিয়ে বেশ কয়েকটা কাজ করেছেন। সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও নন্দনা বেশ সচেতন। নোবেলজয়ী অমর্ত্য সেন এবং সাহিত্যিক নবনীতা দেব সেনের মেয়ে তিনি। বর্তমানে বিদেশেই প্রতিষ্ঠিত। স্বামী-সন্তান নিয়ে সেখানেই ঘরকন্না তাঁর। সঞ্জয়লীলা বনশালির ছবি ‘ব্ল্যাক’ দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন তিনি। রানি মুখোপাধ্যায়ের বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বিবেক ওবেরয়ের বিপরীতে ‘প্রিন্স’ ছবিতেও অভিনয় করেছেন। নন্দনার অন্যতম জনপ্রিয় কাজ ছিল রণদীপ হুডার সঙ্গে ‘রং রসিয়া’। যা কিনা বিতর্কের মুখে পড়ে ভারতে নিষিদ্ধ হয়ে যায়। পরে সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা ‘অটোগ্রাফ’-এও দেখা যায় নন্দনা দেব সেনকে।

[আরও পড়ুন: ‘লাশের হিসাব কে দেবে? কোন কোটায় দাফন হবে?’, অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে মন কাঁদছে স্বস্তিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement