Advertisement
Advertisement
Naga Sobhita wedding

রাত পেরলেই নাগা-শোভিতার বিয়ে, কী কী হবে এই বিগ বাজেট ওয়েডিংয়ে?

বিয়েতে কী পরছেন নাগা-শোভিতা?

Naga Chaitanya to wear 'pancha', Sobhita Dhulipala chooses silk saree for wedding
Published by: Akash Misra
  • Posted:December 3, 2024 9:07 pm
  • Updated:December 3, 2024 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই চার হাত এক হবে শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের। যে বিয়ের দিতে তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ ভারত, গোটা দেশ, সেই বিয়েতে রয়েছে একডজন চমক। তা কী কী ঘটছে এই বিগ বাজেট বিয়েতে?

ইতিমধ্যেই অনুরাগীরা দেখেছে নাগা-শোভিতার গায়ে হলুদ, মঙ্গলস্নানের ছবি। এমনকী, দক্ষিণীরীতিতে আশীর্বাদের ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এবার সাত পাকে বাঁধা পড়ার সময়।

Advertisement

জানা গিয়েছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। প্রথম বিয়ের মতো, এবার আর কোনও এক্সপেরিমেন্টে যেতে চাইছেন না অভিনেতা। বরং ঐতিহ্য মেনেই বিয়ের সমস্তরকম রীতিনীতি মানবেন অভিনেতা। আর সেই কারণেই জনপ্রিয় স্টুডিওতেই বিয়ে সারবেন। পরিবারের বয়ষ্করা যাতে বিয়েতে অংশ নিতে পারেন, সেই কারণেই এমন ভেন্যু বেছে নিয়েছেন নাগা।

অন্যদিকে শোভিতা শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে ঐহিত্যবাহী সোনার গয়না। এ ব্যাপারে দক্ষিণী স্টাইলকেই বেছে নিয়েছেন শোভিতা।

৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন, তখন থেকেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্যবস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও। জানা গিয়েছে, নেটফ্লিক্সের কাছে তাঁদের বিয়ের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি এই বিষয়টি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement