Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘রাম জন্মভূমি’ ঘড়ি পরা ‘হারাম’! শরিয়তি আইন দেখিয়ে সলমনের বিরুদ্ধে ফুঁসছেন মৌলবীরা

'রাম জন্মভূমি' স্পেশাল ঘড়ি পরে অল ইন্ডিয়া মুসলিম জামাত সংগঠনের রোষানলে সলমন খান।

Muslim Cleric Slams Salman Khan For Wearing Ram Mandir Watch
Published by: Sandipta Bhanja
  • Posted:March 29, 2025 10:51 am
  • Updated:March 29, 2025 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও বারবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন সলমন খান। কখনও সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি আদতে মানবতার ধর্মে বিশ্বাসী। তাঁর বাড়িতে যেমন ঘটা করে গণেশ চতুর্থী, দিওয়ালি পালন হয়, তেমনই ঈদ উদযাপন হয়। ধর্ম নিয়ে ছুঁৎমার্গে ভোগেন না সলমন। তাই তো দিন কয়েক আগে রাম-হনুমানের অবয়ব খচিত হাতঘড়ি পরে ফ্যাশন দুনিয়ায় চর্চার শিরোনামে উঠে এসেছিলেন ভাইজান। তবে হাতে ‘রামের প্রতীক’ দেখিয়ে বেজায় বিপাকে পড়তে হল তাঁকে। সলমনের (Salman Khan) বিরুদ্ধে ফুঁসছে দেশের মুসলিম সংগঠন।

‘সিকন্দর’-এর প্রচারে ‘সর্ব ধর্ম সমন্বয়ে’র বার্তা দিতে ‘এপিক এক্স রাম জন্মভূমি এডিশন ২’-এর হাতঘড়ি পরেছিলেন সলমন খান। এই বিশেষ মডেলের ঘড়িটি তৈরি করেছে জ্যাকব অ্যান্ড কোং। যার মূল আকর্ষণ তার চিত্তাকর্ষক নকশা। ঘড়িটিতে খোদাই করা রয়েছে রাম জন্মভূমি ও রাম-হনুমানের মূর্তি। তাছাড়া এটি অযোধ্যার মাহাত্ম্য ও সাংস্কৃতিক-আধ্যাত্মিক মর্মকে তুলে ধরেছে। সীমিত সংস্করণের এই ঘড়িতে যে ভারতীয় ইতিহাসের তাৎপর্যের উদযাপন করা হয়েছে, তা বলাই বাহুল্য। ডায়ালটিতে রাম মন্দিরের প্রতীক অত্যন্ত যত্ন সহকারে খোদাই করা হয়েছে। এছাড়াও, ডায়াল এবং বেজেলে হিন্দু দেবতাদের কথাও খোদাই করা রয়েছে। আর সেই রাম জন্মভূমি স্পেশাল সংস্করণের ঘড়ি পরেই এবার মৌলবীদের ‘চক্ষুশূল’ হতে হল সলমন খানকে।

Advertisement

অল ইন্ডিয়া মুসলিম জামাত সংগঠনের সভাপতি মৌলানা রাজভির মন্তব্য, “সলমনের হাতঘড়ি দেখে অভিযোগের পাহাড় জমা হয়েছে। সকলেই জিজ্ঞেস করছেন, শরিয়ত আইন এই বিষয়ে কী বলছে? সেই প্রেক্ষিতেই বলব, সলমন রাম মন্দিরের প্রচারের জন্য স্পেশাল সংস্করণের হাতঘড়িটি পরে যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা শরিয়তি নিয়ম বিরুদ্ধ। মুসলিম হয়ে এই ধরণের কাজ অনৈতিক এবং হারাম। সলমনের তো একটা বড় সংখ্যক মুসলিম অনুরাগী রয়েছে। সেখানে দাঁড়িয়ে এধরণের অ-ইসলামিক কাজ ওঁর করা শোভা পায় না। শুধু সলমন কেন? অন্য কোনও মুসলিম ধর্মাবলম্বী মানুষও যদি রাম মন্দিরের প্রচার করে কিংবা অ-ইসলামিক কাজ করেন, সেটা হারাম। সলমনের কাছে আর্জি জানাব, তিনি যেন শরিয়ত বিরোধী কার্যকলাপ না করেন।” সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাত সংগঠনের সভাপতি।

‘সিকন্দর’ সলমনের হাতে অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের যে স্পেশাল লাক্সারি ওয়াচ দেখা গিয়েছিল, তার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমান-সহ রামমন্দিরের বিশেষ প্রতীক রয়েছে। লাক্সারি ব্র্যান্ড জেকব অ্যান্ড কোম্পানির ডিজাইন করা এই বিশেষ ঘড়ির দাম শুনলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হবে! জানেন, কত দাম সেই হাতঘড়ির? ৬১ লাখ টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়ায় এই বহুমূল্য ঘড়ি পরে নিজেই ছবি পোস্ট করেছেন ভাইজান সলমন। এই লাক্সারি ঘড়ি পরে কি কোনও বিশেষ বার্তা দিতে চেয়েছেন অভিনেতা? নেটিজেনদের মত, এটা ‘সিকন্দর’ সিনেমার প্রচারেরই এক অংশ। সম্ভবত, এই হাতঘড়ি পরেই ফের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চেয়েছেন সলমন খান। তবে ভাইজান ধর্ম নিয়ে যতই উদারতার পরিচয় দিক না কেন, সেটা অল ইন্ডিয়া মুসলিম জামাত সংগঠনের মোটেই পছন্দ হয়নি। অতঃপর মৌলবীদের রোষানলে পড়তে হয়েছে তাঁকে। শরিয়ত আইন দেখিয়ে বলিউড সুপারস্টারের বিরুদ্ধে আনা হয়েছে ‘হারাম’-এর অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub