সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় তারকা হয়েও কেন গুটখা বা তামাকজাত দ্রব্যের প্রচার করবেন? সেই মর্মেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করাতে চেয়েছিলেন অনেকে। তবে অঙ্কুরেই সেই মামলার দাবি খারিজ করে দিল বম্বে হাই কোর্ট (Mumbai HC)। চাইলেই যে সুপারস্টারদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না, সেটা স্পষ্ট বুঝিয়ে দিল উচ্চ আদালত।
এযাবৎকাল গুটখা কিংবা পানমশলার বিজ্ঞাপনে শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন থেকে সুনীল গাভাসকর অনেকের মুখই দেখা গিয়েছে। সেই তালিকায় সম্প্রতি নবতম সংযোজন টাইগার শ্রফ। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনী ভিডিওতে এযাবৎকাল তারকামুখ দেখে অনুরাগীদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকী এর আগে এলাহাবাদ কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার জন্য আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয়, অজয়, শাহরুখদেরও। তবে বম্বে হাইকোর্ট এবার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয়-গাভাসকরদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন খারিজ করে দিল।
বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি আরিফ এস ডক্টরের বেঞ্চের তরফে জানানো হয়েছে, যিনি পিটিশন করেছেন তিনি ভালো করে রিসার্চ বা পড়াশোনা না করেই আদালতের কাছে এসেছেন। এমনকি তাঁর পিটিশনও সঠিকভাবে ফাইল করা হয়নি। পাশাপাশি বম্বে হাই কোর্টের তরফে পিটিশন দাখিলকারী স্বেচ্ছাসেবী সংস্থা যশ ফাউন্ডেশনকে ভবিষ্যতে এসব পিটিশন দাখিল করার আগে সচেতন হওয়ার নির্দেশও দিয়েছে।
শুধু তাই নয়, আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধারণ দুঃস্থ মানুষদের হয়ে বা সমাজের উন্নতির জন্য কোনও মামলা দায়ের করতে চাইলে অবশ্যই আদালত সেটা শুনবে। কিন্তু এসব ভুলভাল পিটিশনে আর আমল দেবে না কোর্ট। বরং এমন আবেদন এলে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হবে, সাফ জানিয়ে দিল বম্বে হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.