Advertisement
Advertisement

Breaking News

Monali Thakur

মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি, এত কেন রেগে গেলেন গায়িকা?

রেগে গিয়ে মাঝপথেই শো থামালেন মোনালি ঠাকুর!

Monali Thakur walks out of concert due to mismanagement
Published by: Sandipta Bhanja
  • Posted:December 23, 2024 1:33 pm
  • Updated:December 23, 2024 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বারাণসিতে শো করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। কিন্তু সেখানে মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসতে হয় গায়িকাকে। আয়োজকদের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ এনে ‘দায়িত্বজ্ঞীন’ বলে কটাক্ষ করেছেন মোনালি (Monali Thakur)। মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বারাণসীর শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।

ঠিক কী ঘটেছে? শোয়ের অব্যবস্থাপনা দেখে মারাত্মক হতাশ মোনালি ঠাকুর। তাঁর অভিযোগ, মঞ্চের এমন অবস্থা যে অনুষ্ঠান চলাকালীন পড়ে গিয়ে পায়ে চোটও পেতে পারতেন তিনি। এক ভিডিও বার্তায় গায়িকা জানান, “আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এহেন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!”

Advertisement

monali thakur

মোনালির সংযোজন, “অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব। এই টম, ডিক হ্যারির মতো যাকে তাকে বিশ্বাস করতে হবে না। যারা একেবারে দায়িত্বজ্ঞানহীন। কোনও কাজের নয়! আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dalimss News (@dalimss_news)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement