Advertisement
Advertisement
Deepika Padukone

প্রেগনেন্সি ‘বিতর্কে’ নিন্দুকদের কাঁচকলা দেখালেন দীপিকা! মোক্ষম জবাব হবু মায়ের

লাবণ্যময়ী রূপে নিন্দুক-সমালোচকদের চুপ করালেন অভিনেত্রী।

Mom to Be Deepika Padukone Flaunts Pregnancy Glow in New Pics, Shuts Down Trolls

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2024 1:19 pm
  • Updated:May 24, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বরং দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। কখনও সিনেমা নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনও বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য। তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে ঠোঁট বেঁকাচ্ছেন নেটাপাড়ার একাংশ। তাঁর প্রেগনেন্সি নাকি ভুয়ো! এমন দাবিও উঠেছে। এবার নিন্দুক-সমালোচকদের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন? ‘লেডি সিংহম’-এর শুটিং থেকে ছবি ফাঁস হওয়ার পরই প্রশ্ন উঠেছিল! তবে পঞ্চম দফার ভোটগ্রহণের দিনই জবাব মিলেছে। ভোট দিতে আসা অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। তবে নিন্দুকরা আবার একধাপ এগিয়ে দীপিকার প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন! শুধু তাই নয়, নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের তো আবার এও কটুক্তি যে, ওসব বেবি বাম্প কিছুই নয়.. সব নাটক। আবার কারও মন্তব্য, ‘নকল স্ফিতোদর’। অভিনেত্রীর চেহারা নিয়েও কুকথা বলতে ছাড়েন অনেকে। এবার নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে হাসিমুখে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থ শাহরুখের যত্ন নিচ্ছেন অমিতাভের নাতি, সুহানা-অগস্ত্যর প্রেমে সিলমোহর!]

চোখেমুখে যেন মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে। পরনে ঢিলেঢালা হলুদ রঙের ম্যাক্সি ড্রেস। স্ফিতোদর ঢাকতেই যে এমন কৌশল, তা বুঝতে বাকি রইল না। মুক্তোঝরা হাসিতেই বাজিমাত করলেন। ভক্তরা বলছেন, ম্যাটারনিটি ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন দীপিকা। হাসিখুশি হবু মাকে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। বুধবার রাতেই অভিনেত্রী ইনস্টা স্টোরিতে জানান দিয়েছিলেন যে, বৃহস্পতিবার লাইভে আসবেন। তবে কী নিয়ে? সেটা তখনও খোলসা করেননি। এদিন নিজের প্রসাধনী দ্রব্যের ব্র্যান্ড ’82 Degree East’-এর নতুন রেঞ্জ লঞ্চ করলেন তিনি। আর সেই প্রেক্ষিতেই নেটপাড়ায় ধরা দেওয়া। সেখানেও কিন্তু ধরা দিল দীপিকার স্ফীতোদর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

[আরও পড়ুন: ‘রাজনীতি না করলে ভালো কাজ পাওয়া মুশকিল’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক কনীনিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement