Advertisement
Advertisement
Mithun Chakraborty

বছর শেষে ফের বড়পর্দায় মিঠুন ম্যাজিক, প্রকাশ্যে রাজের ‘সন্তান’?

কালীপুজোর দিনই প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর এই ছবির প্রথম ঝলক।

Mithun Chakraborty's New Movie Santan first look out
Published by: Akash Misra
  • Posted:October 31, 2024 12:50 pm
  • Updated:October 31, 2024 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিস মাতিয়ে রেখেছিল শাস্ত্রী মিঠুন চক্রবর্তী। আর এবার বছর শেষেও বড়পর্দায় ফের মিঠুন ম্যাজিক। হ্য়াঁ, বছর শেষে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘সন্তান’। কালীপুজোর দিনই প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর এই ছবির প্রথম ঝলক। ডিসেম্বর মাসেই মুক্তি পাবে এই ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

Advertisement

শুধু মহাগুরুই নয়, এই ছবিতে নাকি মিঠুনের সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। অর্থাৎ এক ছবিতে চক্রবর্তী ম্যাজিক। ছবিতে মিঠুনের ছেলে ঋত্বিক চক্রবর্তী। আছেন অনসূয়া মজুমদার, অহনা দত্ত প্রমুখ। আইনজীবীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

মার্চ মাসে কলকাতায় ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক রাজ। সেই সময় শোনা গিয়েছিল, ছবিটি পুজোয় মুক্তি পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে চলেছে সন্তান। ছবির পোস্টার দেখে ইতিমধ্য়েই কৌতুহল জন্মেছে দর্শকদের মধ্য়ে। প্রজাপতি, শাস্ত্রীর পর রাজের সন্তান ছবিতেও যে চমক দেবেন মহাগুরু! তা বোঝাই যাচ্ছে ছবির প্রথম ঝলকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement