Advertisement
Advertisement
Shastri Trailer

‘ভাগ্য লেখে উপরওয়ালা, আর বদলায়…’, ‘শাস্ত্রী’ অবতারে চমক মিঠুন চক্রবর্তীর, এক ঝলকেই বাজিমাত

‘শাস্ত্রী’ ছবিতে বহুদিন বাদে একসঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়।

Mithun Chakraborty new movie Shastri Official Trailer
Published by: Akash Misra
  • Posted:September 23, 2024 2:55 pm
  • Updated:September 23, 2024 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুজোর বক্স অফিস যে একেবারেই নিজের হাতের মুঠোয় রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তী, তার প্রমাণ ‘শাস্ত্রী’র ঝলকে। খবর ছিল আগেই যে নতুন অবতারে দেখা যাবে মিঠুনকে। এবার ট্রেলার (Shastri Trailer) প্রকাশ পেতেই প্রকাশ্যে এল মহাগুরুর ম্য়াজিক। বহুদিন পরে পুরনো মেজাজে ধরা দিলেন মিঠুন চক্রবর্তী।

আর মাত্র কয়েকটা দিন। তার পরই পুজো। আর পুজো মানেই বাংলার বক্স অফিস জমজমাট। এবারের দুর্গা পুজোয় আপাতত তিনটি ছবির মুক্তি নিশ্চিত। নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’, দেব-সৃজিতদের ‘টেক্কা’ আর মিঠুন-সোহমদের ‘শাস্ত্রী’।

Advertisement

প্রসঙ্গত, দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। ছবির চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার সোহম। সেই সঙ্গে রয়েছে সুরিন্দর ফিল্মস। ‘শাস্ত্রী’ ছবিতেই বহুদিন বাদে একসঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়।

এছাড়াও পথিকৃতের এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোাপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্তর মতো অভিজ্ঞ অভিনেতা। সঙ্গীত পরিচালনা ও আবহর দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষেই ছবির আগাম ঝলক প্রকাশ্যে আসতে পারে। ট্রেলার যে তাঁদের তৈরি আছে, সেকথাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন পথিকৃৎ। পরিচালকের পরবর্তী ছবিতেও মিঠুন রয়েছেন। সে ছবির নাম ‘শ্রীমান ভার্সাস শ্রীমতি।’

শাস্ত্রী ছবি নিয়ে বলতে গিয়ে, সংবাদ প্রতিদিনকে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, ”এটা আমি বিশ্বাস করি, এভরিবডি নিডস আ ম‌্যাজিক। আর গরিবদের বেশি করে ম‌্যাজিক দরকার। এমনকী, বিশ্বাস করি ভগবান, ইভেন দ‌্য গডম‌্যান, দুজনেই ম‌্যাজিক না দেখালে, তাঁকে কেউ মানবে না। ম‌্যাজিক দেখাতেই হবে। ফর দ‌্যাট ম‌্যাজিক উই আর রানিং। গরিবের জীবনের ম‌্যাজিকটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ছবিতে। সমাজের সব স্তরের মানুষ কানেক্ট করবে এই ছবির সঙ্গে। কেউ লটারিতে ম‌্যাজিক খুঁজছে, কেউ জ্যোতিষে, কেউ আংটিতে। এই পরিমলের ম‌্যাজিক হল, আগামীতে কী হবে দেখতে পাচ্ছে। দেন দ‌্য পাওয়ার করাপ্টস। ক্ষমতা পেয়ে বউকে চিনতে পারছে না। গরিবের স্ত্রী, সংসার, সন্তানই ম‌্যাজিক, তার বাইরে যখন চলে যাচ্ছে তখনই সমস‌্যা। সেটাই ‘শাস্ত্রী’। ক্ষমতা হল সাপের মতো। সেখানে যদি নিয়ন্ত্রণ থাকে যে, সাপটাকে ঢুকতে দেব না, তবেই হবে।”

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement