সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেই কোনও অন্তর্বাস। পরনে কালো স্বচ্ছ পোশাক। তাতে আবার অসংখ্য ছিদ্র। স্পষ্ট বোঝা যাবে স্তনবৃন্ত। আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে এই অবতারেই ধরা দেন মাইকেল জ্যাকসনকন্যা প্যারিস। পোশাকের জন্য সমালোচিতও হন। বিতর্কের মাঝে মুখ খুলে পালটা যুক্তি দিলেন।
তিনি বলেন, “পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সকলেই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন? শুধুই স্তনবৃন্ত দেখা গিয়েছে। এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।”
পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তাঁর ‘মুনওয়াক’-এর দিকে। প্রায় এক দশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু আজও মাইকেল ম্যানিয়া বর্তমান স্বমহিমায়। তাঁরই সন্তান প্যারিস। ‘নিপল ফ্রি মুভমেন্ট’-এর সমর্থনেই তাঁর এমন সাহসী পদক্ষেপ বলেই মত কারও কারও। এর আগে খ্যাতনামী মডেল বেলা হাদিদ এবং মার্কিন পপ তারকা কেনি ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কাকে নগ্ন অবস্থায় অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.