Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

‘কাউকে পাত্তা নয়, নিজের শর্তে বাঁচুন!’ ‘পজেসিভ’ অর্জুনকেই বিঁধলেন মালাইকা?

সত্যিই কি ব্রেকআপ হয়েছে মালাইকা অরোরা-অর্জুন কাপুরের?

Malaika Arora Says 'Makes Your Own Rules' Days After Seemingly Confirming Breakup With Arjun Kapoor
Published by: Akash Misra
  • Posted:August 9, 2024 4:04 pm
  • Updated:August 9, 2024 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই কি ব্রেকআপ হয়েছে মালাইকা অরোরা-অর্জুন কাপুরের? সোশাল মিডিয়ার নানা পোস্টে সেরকম ইঙ্গিত থাকলেও, এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে এমন কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দূরত্ব দেখা গিয়েছে এই দুজনের মধ্যে। এমনকী, খবরে এসেছিল মালাইকা নাকি অন্য পুরুষেও মজেছেন! ঠিক এসব গুঞ্জনের মাঝেই ফের সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন মালাইকা। যা দেখে নিন্দুকরা বলছেন, এই পোস্টের মধ্য়ে দিয়ে আসলে অর্জুনকেই বিঁধেছেন মালাইকা।

তা ঠিক কী লিখেছেন বলিউডের ‘মুন্নি’?

Advertisement

মালাইকা লিখলেন, ”সমতাই আসল। জীবনে যাই করুন না কেন। রাতভোর নাচ করুন। সকালে উঠে যোগা করুন। ওয়াইন পান করুন। চকোলেট খান। আপনার হৃদয়কে যেটা খুশি করবে সেটাই করুন…নিজের জীবন, নিজের মতো করে বাঁচুন। নিজের শর্তে দিন কাটান। কারও কথাকে পাত্তা দেবেন না।”

[আরও পড়ুন: অলিম্পিকে সোনাজয়ী নাদিমকে ১০ লক্ষ পাক অভিনেতা জাফরের, ভারতকে পরাস্ত করার ‘প্রাইজ’?]

মালাইকা অরোরার পোস্ট।

কয়েকদিন আগেই খবর রটে যায়, অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্কে নাকি ভাঙন। দুজনের নাকি ব্রেকআপ! তবে নিন্দুকদের যেন ঘুম ভাঙল একটা ভিডিও দেখে। যে ভিডিওতে দেখা গেল মুম্বই বিমানবন্দরে অর্জুন ও মালাইকা! তবে দুজনেই আলাদা আলাদা গাড়ি থেকে নামলেন। এমনকী, বিমানবন্দরেও ঢুকলেন আলাদা। তবে গুঞ্জনে এল, মালাইকা ও অর্জুন একসঙ্গেই বিমানে চড়েছেন। কিন্তু কোথায় গেলেন, তা কিন্তু জানা যায়নি।

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন।

গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে।

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। আর তাই তো সব গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে ছিলেন তাঁর মন অর্জুনেই রয়েছে।

[আরও পড়ুন: ‘দেশে শান্তি বিরাজ করুক’, মায়ের অসুস্থতাজনিত কারণেই বাংলাদেশ নিয়ে ‘চুপ’ চঞ্চল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement