Advertisement
Advertisement
Prahelika Web Series

খ্যাতনামা তারকার রহস্যজনক মৃত্যু! রহস্যভেদে প্রান্তিক-মৈনাক

টানটান থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে আসছেন অয়ন দে।

Mainak Banerjee, Prantik Banerjee in web series Prahelika
Published by: Sandipta Bhanja
  • Posted:November 22, 2024 12:30 pm
  • Updated:November 22, 2024 6:27 pm  

শম্পালী মৌলিক: বাঙালি সিনেপ্রেমীরা বর্তমানে গোয়েন্দা এবং থ্রিলার গল্পে মজেছেন। অতঃপর সিনেমার পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্মে রহস্য-রোমাঞ্চের ভিড়। এবার টানটান থ্রিলার ওয়েব সিরিজ (Prahelika Web Series) নিয়ে আসছেন অয়ন দে।

সিরিজে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং উপাসনা ঘোড়ুই। সিরিজের নাম ‘প্রহেলিকা’৷ গল্পটা কীরকম? হৃষিকেশ চট্টোপাধ্যায় একজন খ্যাতনামা ফিল্ম স্টার। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম স্ত্রীর মৃত্যুর পর একাই দিন কাটত তাঁর। একদিন সময় কাটাতে ওক রেস্তরাঁয় যান সেই হৃষিকেশ। কিন্তু কে জানত, সেখানেই জীবনের দ্বিতীয় প্রেম আসবে? প্রেম না ফাঁদ? সেখানেই ট্যুইস্ট! রেস্তরাঁয় আলাপ হয় সুপারমডেল পায়েল সেনগুপ্তর সঙ্গে। পায়েল ছিল একটা রেস্টুরেন্টের মুখ। আচমকা দেখাতেই পায়েল ও হৃষিকেশ এর প্রেম হয়। প্রেম থেকে বিয়ে। কিন্তু তাদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিন মারা যান হৃষিকেশ। সেখানেই গল্পের আসল খেলা শুরু। তার পর?

Advertisement

পরের দিন পুলিশঅফিসার সম্রাটের উপরে সেই খ্যাতনামা তারকা হৃষিকেশের মৃত্যুর তদন্তভার পড়ে। স্বাভাবিক মৃত্যু নাকি খুন? নাকি এর পিছনে রয়েছে আরও অনেক রহস্য! এমনই গল্প নিয়ে আসছে নতুন ওয়েবসিরিজ ‘প্রহেলিকা’। সিরিজে পুলিশ অফিসার সম্রাটের ভূমিকায় অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। পায়েল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘোড়ুই এবং অনুরাগ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ছবিতে আরও একটি মুখ্য চরিত্রে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।  নতুন এই সিরিজ মুক্তি পাবে ‘এসএসএফ প্রোডাকশন’-এর প্রযোজনায় ‘পার্পেল এক্স’ ওটিটি প্ল্যাটফর্মে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement