সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নিয়ে তৃতীয়বার। কুম্ভমেলায় প্রীতি জিন্টা (Preity Zinta at Maha Kumbh)। অমৃতস্নান সেরে পোস্ট করলেন এক্স হ্যান্ডলে। জানালেন এই অভিজ্ঞতা একই সঙ্গে অলৌকিক, হৃদয়স্পর্শী এবং সামান্য বিষণ্ণও। কেন এমন ত্রিবিধ অনুভূতি বলিউড অভিনেত্রীর। সেকথাও ব্যাখ্যা করে জানালেন প্রীতি।
এক্স হ্যান্ডলে প্রীতিকে লিখতে দেখা গিয়েছে, ‘এই নিয়ে তৃতীয় বার কুম্ভমেলায় এলাম। এবং এটা কার্যতই অলৌকিক, হৃদয়স্পর্শী এবং সামান্য বিষণ্ণও। অলৌকিক কেননা যতই চেষ্টা করি না কেন, আমি নিজের অনুভূতিকে কিছুতেই ব্যাখ্যা করতে পারি না। হৃদয়স্পর্শী কেননা আমি আমার মায়ের সঙ্গেই আসি এবং সেটাই আমার কাছে বিশ্ব।’
সেই সঙ্গেই ৫০ বছরের অভিনেত্রীর ব্যাখ্যা, কেন এই অভিজ্ঞতা তাঁর কাছে বিষাদঘন। প্রীতি জানাচ্ছেন, ‘দুঃখেরও, কেননা আমি জীবন ও মৃত্যুর বিভিন্ন চক্র থেকে মুক্তি পেতে চেয়েছিলাম কেবল জীবন ও আসক্তির দ্বৈতকে উপলব্ধি করতে। আমি কি আমার পরিবার, আমার সন্তান এবং আমার ভালোবাসার মানুষদের ছেড়ে দিতে প্রস্তুত? না! আমি নই।’
প্রসঙ্গত, মহাকুম্ভে (Maha Kumbh 2025) এসেও বিতর্কে জড়িয়েছেন প্রীতি। তাঁর সঙ্গে কেরল কংগ্রেসের অনলাইন বাকযুদ্ধে শোরগোল পড়ে গিয়েছে। বলিউডের নায়িকার বিরুদ্ধে হাত শিবিরের অভিযোগ, তিনি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি বিজেপিকে ব্যবহার করতে দেন। আর বিনিময়ে পদ্ম শিবির তাঁর ১৮ কোটি টাকা ঋণ মকুব করিয়ে দেয়। এমন অভিযোগে প্রচণ্ড ক্ষুব্ধ প্রীতি। নিজের এক্স হ্যান্ডলে এটা ‘ভুয়ো খবর’ বলে তোপ দেগেছেন তিনি। পালটা তাঁকে নিজের বক্তব্যের সাপেক্ষে প্রমাণ দাখিলের আর্জি কংগ্রেসের। সব মিলিয়ে দাবি-পালটা দাবিতে প্রীতি বনাম কংগ্রেস তরজা সকলের নজর কেড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.