Advertisement
Advertisement

Breaking News

Madhumita Sarcar

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, কবে প্রেমিক দেবমাল্যর গলায় মালা দিচ্ছেন অভিনেত্রী?

বিয়ে করছেন মধুমিতা সরকার।

Madhumita Sarcar planning to get married this year December
Published by: Sandipta Bhanja
  • Posted:March 17, 2025 7:21 pm
  • Updated:March 17, 2025 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের বয়স মোটে পাঁচ বছর। তবে মধুমিতা-দেবমাল্য তাঁদের একে-অপরের কাছে সবথেকে ‘নিশ্চিন্ত আশ্রয়’। গত পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। তাঁর জীবনে এখন ‘নতুন বসন্তে’র ছোঁয়া। মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন ইতি-উতি ঘুরতে। এবারও দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। কুয়াশামাখা পাহাড়ি রাস্তায় যখন মধুমিতা-দেবমাল্যর রোম্যান্টিক ছবিতে মজে অনুরাগীরা, ঠিক সেই আবহেই জানা গেল চলতি বছরেই দেবমাল্যর গলায় মালা দিতে চলেছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)।

কবে, কোথায় বিয়ের পরিকল্পনা রয়েছে? মধুমিতা জানিয়েছেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ।” পাহাড় তাঁদের এতটাই প্রিয় যে এর পরই অভিনেত্রীর সংযোজন, “বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।” এর আগে তিনি জানিয়েছিলেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা। কিন্তু কোনওভাবে আমরা সংস্পর্শে ছিলাম না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের টেক্সট চালাচালি শুরু। বন্ধু হিসেবেই প্রথমে কথা বলা শুরু করেছিলাম। এবং তার পর বাকিটা ইতিহাস।” অতঃপর মধুমিতা যে শীতকালেই বিয়ে করছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয়। প্রথম বিয়ে ভাঙার পর কেরিয়ারে মন দেন অভিনেত্রী। তবে গতবছর পুজোতেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা।

মধুমিতার পোস্ট থেকেই জানা যায়, অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। জানা যায়, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। সম্ভবত আইটি সেক্টরে কাজ করেন। এর আগে মধুমিতা জানিয়েছিলেন, তাঁর ও দেবমাল্যর সম্পর্ক খুব বেশি দিনের নয়। বিয়ের কথাও এখন ভাবছেন না তাঁরা। প্রেমিক কী করেন? সে বিষয়েও কিছু জানাতে চাননি মধুমিতা। কথাটি আপাতত গোপনই রাখতে চাইছেন তিনি। তবে দুজনের যে বেশ মিল রয়েছে, তা বেশ বোঝা যায় তাঁদের সোশাল মিডিয়ার পোস্ট দেখলেই। হাতে হাত। চোখে চোখ। একে-অপরের ভালোবাসার আশ্রয়, এভাবেই যেন ভালোবাসার নতুন পথে অগ্রসর হয়েছে দেবমাল্য-মধুমিতা। এবার শুভ পরিণয়ের পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub