সুপর্ণা মজুমদার: যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মুচলেকা দেওয়ার সময় মহিলা কমিশনের পক্ষ থেকে তাঁকে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি বাদ দিতে বলা হয়েছিল। শনিবার সংবাদ প্রতিদিন ডিজিটালকে এমনটাই জানিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল। পরিচালকের অভিযোগ, সেই লিখিত বয়ানকেই তাঁর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শনিবারই তাঁকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন পরিচালক-প্রযোজক তথা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।
লীনা গঙ্গোপাধ্যায় জানান, সমস্ত বিষয়টাই যিনি অভিযোগকারিণী এবং যিনি অভিযুক্ত তাঁর মধ্যে। তাঁর কথায়, “অভিযোগকারিণীর যে দাবি ছিল তাতে উনি (অরিন্দম শীল) সন্তোষজনক উত্তর দিতে পারেননি। অভিযোগকারিণী বলেছিলেন যে, ‘উনি আমাকে যে কিস করেছিলেন এবং সেটা চিত্রনাট্যে ছিল না।’ পরিচালক তখন বলেন, ‘হ্যাঁ, স্ক্রিপ্টে ছিল না কিন্তু ওটা একটা দুর্ঘটনা ছিল।’ মেয়েটি তা মানতে রাজি হয়নি। সে তখন পরিচালককে বলে, ‘এটা দুর্ঘটনা নয় আপনি ইচ্ছাকৃত করেছিলেন, আর তার পরে জিজ্ঞেস করেছিলেন, তোর কি খারাপ লেগেছে? বল?’ এই কথার ভিত্তিতে অনিচ্ছাকৃত শব্দটি খাটে না।”
লীনা গঙ্গোপাধ্যায় জানান, কমিশন কাউকে জোর করে পারে না। অরিন্দম শীলকে বলা হয়েছিল, তিনি যদি মুচলেকা লিখতে চান তবেই লিখতে পারেন। ‘ইফ ইউ ফিল’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। পরিচালক তখন কমিশনকে বিষয়টি ড্রাফ্ট করে দিতে বলেছিলেন। জানিয়েছিলেন তিনি তাতে সই করে দেবেন। লীনার বক্তব্য, “সেটাতো আমরা করতে পারি না। আপনার মুখের কথা আমরা বসাতে পারি না। আপনি যেটা মনে করছেন সেটা লিখুন। আপনি যদি মনে করেন মেয়েটি যে অভিযোগ করেছে আপনি তাঁর কথাকে মান্যতা দিচ্ছেন তাহলে সেভাবে লিখবেন। সেক্ষেত্রে অনিচ্ছাকৃত শব্দটি খাটে না। সেই সময় উনি বলেছিলেন, ‘ঠিক আছে আমি তাই লিখে দিচ্ছি। কিন্তু আপনি দেখবেন যেন ব্যাপারটা যেন এখানেই থেমে যায়।'”
তখন চেয়ারপার্সন জানান, কমিশনের তরফ থেকে অকারণে এই চিঠি কোথাও যাওয়ার কথা নয়। তবে প্রতিলিপি দুজনকেই দেওয়া রইল। অন্য কোনও মাধ্যম থেকে চিঠিটি কোথাও গেলে তার দায় কমিশনের নয়। এর পরই ‘অনিচ্ছাকৃত’ শব্দ বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “উনি বাদ দিলেন কেন? উনি কিছুই না লিখতে পারতেন। সেই দায় তো ওনার ছিল। সেটা তো আমরা বলেইছি। ‘ইফ ইউ ফিল ইউ ক্যান রাইট’, এই কথাটাই বলা হয়েছিল। আমি তো আপনাকে জোর করতে পারি না। আপনি যদি মনে করেন আপনি লিখবেন। অভিযোগকারিণীর দাবি তো উনি খণ্ডাতে পারেননি। উনি বলছেন অ্যাক্সিডেন্ট, অভিযোগকারিণী বলছেন না তা নয়। আপনারাও তো বিশাখা গাইডলাইনের কথা জানেন, তাই না!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.