সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিথি মেনে বুধবার কোজাগরী পূর্ণিমায় আমজনতা থেকে সেলেবরাও ধনদেবীর আরাধনার আয়োজনে ব্যস্ত। আর টলিতারকাদের লক্ষ্মীপুজো মানেই, সেই তালিকায় থাকে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্তর(Indrani Dutta) বাড়ির পুজো। প্রতিবার বেশ জাঁকজমক করেই ধনদেবীর আরাধনায় মাতেন কন্যা রাজনন্দিনী এবং ইন্দ্রাণী দত্ত। এবার কীরকম পুজোর প্রস্তুতি চলছে? জানালেন অভিনেত্রী রাজনন্দিনী পাল(Rajnandini Paul)।
জোড়া লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে ইন্দ্রাণী দত্তর বাড়িতে। তবে রাজনন্দিনী জানালেন, এবার আর জোড়া ধনদেবী পূজিত হবেন না তাঁদের বাড়িতে। বরং চলতি বছর তাঁদের পুজো(Lakshmi Puja 2024) খানিকটা ঘরোয়াভাবেই হবে। নিয়ম-রীতি মেনে যেরকম পুজো হয়, হবে এবারও। তবে সেভাবে উদযাপন করবেন না তাঁরা। রাজননন্দিনীর কথায়, এইবার বড় করে লক্ষ্মীপুজো হবে না। কোনও বাড়তি আয়োজন হবে না। উৎসবের উদযাপন তো একেবারেই নয়। প্রতিবারের মতো ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে না এবার। ঘরোয়াভাবেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন মা ইন্দ্রাণী দত্ত।
মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে যতটা প্রয়োজন পুজোর জোগাড় করবেন রাজনন্দিনী পাল। প্রতিবারের মতো এবারেও যে আবাসনে থাকেন, সেখানকার বাসিন্দা প্রতিবেশীদের বাড়িতে ভোগ দিয়ে আসবেন তাঁরা। বিশেষ কোনও পরিকল্পনা লক্ষ্মীপুজোয় কোনওদিনই থাকে না। বাড়িতে অতিথিরা এলে তাঁদের সঙ্গে সময় কাটে। এবারও তাই হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.