Advertisement
Advertisement
Kumar Sanu

‘এই বাঙালি বাচ্চার মধ্যে এখনও সেই ক্ষমতা রয়েছে…’, মঞ্চে দাঁড়িয়ে গর্জে উঠলেন কুমার শানু

হঠাৎ কী হল?

Kumar Sanu's video from stage goes viral
Published by: Akash Misra
  • Posted:November 21, 2024 12:45 pm
  • Updated:November 21, 2024 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুমার শানু (Kumar Sanu) মানেই নব্বই সাল। কুমার শানু মানেই বলিউডের একটা যুগ। প্রেমের গান থেকে প্রেমে ব্যথা পেয়ে নায়কের ভগ্ন হৃদয়। সবেতেই কুমার শানু জিতে নিয়েছেন গোটা দেশের মন। এখন অবশ্য হিন্দি ছবিতে তাঁর গান খুব একটা শোনা যায় না। তবে চুটিয়ে লাইভ শো করছেন কুমার শানু। কুমার শানুর তেমনই এক শোয়ের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে রীতিমতো গর্জে উঠেছেন তিনি।

Advertisement

কী রয়েছে এই ভাইরাল ভিডিওতে?

লাইভ শো চলাকালীন মঞ্চ থেকে সামনে উপস্থিত দর্শকদের উদ্দেশে কুমার শানু বলছেন, ”ভাই একটা কথা বলি, এই স্টেজে এসে সিডি চালিয়ে দিয়ে, ট্র্যাক চালিয়ে অনেকে পারফর্ম করে। সেটা সবাই জানে। তবে আমি আমার ভক্তদের একেবারেই ঠকাতে চাই না। আমি অন দ্য স্পট গাইব। এবং তাতে যদি আমার ভুলভ্রান্তি হয়, আমি আবার গাইব। যদি আমার শরীর খারাপ লাগে একটু রেস্ট নিয়ে গাইব। কিন্তু আমি তোমাদের সামনে লাইভ গাইব। এই বাঙালির বাচ্চার মধ্যে সেই ক্ষমতা আছে এখনও। যে একটা সুর দেবে, আর আমি তাতে খালি গলায় গেয়ে তোমাদের সন্তুষ্ট করব। এই ক্ষমতা আমার মধ্যে আছে। তাই আমি মিউজিক ছাড়া সোলো গলায় গেয়ে তোমাদের গান শোনাচ্ছি।”

এখানেই শেষ করলেন না কুমার শানু। তিনি বলেন, ”যতই চেষ্টা হোক, বোম্বেতেও অনেক চেষ্টা হয়েছে, আমার বিরুদ্ধে। আমরাও তো বাঙালি। এত সহজ না বম্বে থেকে আমাকে হাটিয়ে দেবে। ওরকম মাইকা লাল কেউ  নেই। এখনও যেরকম আছি, ওরকমই থাকব, কথা দিলাম।”

কুমার শানুর এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। কুমার শানুর মুখে এমন মন্তব্য শুনে, গায়কের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement