Advertisement
Advertisement
Koushani Mukherjee

‘ঝিমলির লুকে নিজেকে দেখে নির্বাক’, বহুরূপীর ‘ডিগ্ল্যাম’ চরিত্রের অভিজ্ঞতা শোনালেন কৌশানী

'ঝিমলির মেকআপে নবাগতা হিরোইন বলেছিল অনেকে', বলছেন অভিনেত্রী।

Koushani Mukherjee shares her De-glam Bohurupi look
Published by: Sandipta Bhanja
  • Posted:July 19, 2024 4:43 pm
  • Updated:July 19, 2024 5:22 pm  

সন্দীপ্তা ভঞ্জ: “প্রথম যখন আয়নায় নিজেকে দেখলাম ঝিমলি হিসেবে, নিজেই হতবাক হয়ে গিয়ে প্রশ্ন করেছিলাম- এটা আমি? দর্শকরা আমাকে এখানে একেবারে ডিগ্ল্যাম, সাদামাটা চরিত্রে দেখতে পাবেন”, সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন কৌশানী মুখোপাধ্যায়।

আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকাতে যে এবার নবতম সংযোজন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), তা ‘বহুরূপী’ নতুন মোশন পোস্টারেই বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। একেবারে সাদামাটা, পড়শি মেয়ের চরিত্রে দেখা গেল তাঁকে। কর্মাশিয়াল সিনেমার গ্ল্যামারাস চরিত্র থেকে একেবারে ডিগ্ল্যাম একটা লুক, নিজেকে নিয়ে কেমন অনুভূতি কৌশানীর? জানতে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রী বলছেন, “এই প্রথমবার ডিগ্ল্যাম লুক বা এরকম ভিন্ন স্বাদের চরিত্রে আমি। ‘ঝিমলি’ চরিত্রে নিজেকে দেখে এটুকুই বলব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। যখন শুটিং করতাম, কৌশানী হিসেবে সেটে গেলে সবাই চিনতে পারলেও ‘ঝিমলি’ চরিত্রের জন্য যখন মেকআপ করে হোটেল থেকে সেটে যেতাম, তখন দেখেছি, কেউ বিশেষ চিনতে পারতেন না আমাকে। শুটিংয়ের স্মৃতি হাতড়ে কৌশানী জানালেন, অনেকেই আবার আমাকে এই লুকে দেখে ‘নবাগতা হিরোইন’ বলেও সম্বোধন করেছিলেন। শুটিংয়ের সময় আমি যেটা দেখলাম, আমার লুকটা সকলের কাছেই বিশ্বাসযোগ্য ঠেকেছে। কেউ চিনতেই পারেনি ‘বহুরূপী’র লুকে আমায়।”

Advertisement

চলতি বছরের পুজোতে বক্স অফিস কাঁপাতে আসছে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। তা ‘বহুরূপী’র ঝিমলি কীরকম? প্রশ্ন করতেই কৌশানী বললেন, “একেবারে ডিগ্ল্যাম, একটা অন্যরকম চরিত্র তো, তাই ‘ঝিমলি’র চরিত্রে ঢুকতে আমার একটু সময় লেগেছিল। গ্রামের পাড়া-পড়শির মেয়েরা যেমন হয়, ঝিমলি সেরকমই। খুবই বাস্তব। সিনেমার জন্য গ্ল্যামারাস যে লুকে আমরা ধরা দিই পর্দায়, বহুরূপীর ‘ঝিমলি’র জন্য কোনও মেকআপ করিনি। গ্রামের ঘরোয়া মেয়েদের ঠিক যেমনটা দেখতে, সেরকমই লুক আমার। আজকে ‘ঝিমলি’র প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর খুব ভালো সাড়া পাচ্ছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবরা সকলেই বলছেন- তোকে চেনাই যাচ্ছে না।”

[আরও পড়ুন: খোপায় পলাশ, কপালে চন্দন, ‘বহুরূপী’ লুকে বাজিমাত কৌশানীর, পুজোর বক্স অফিস কাঁপাবে ‘ঝিমলি’]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

‘আবার প্রলয়’ সিরিজে ‘মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী। সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু তাই নয়, মোহিনী মায়ের চরিত্রের জন্য ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল, সেরকমটাই রপ্ত করেছিলেন কৌশানী। এবার নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’র ক্ষেত্রেও যে তাঁর অন্যথা হবে না, বেশ বোঝা যাচ্ছে। ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’ (Bohurupi)। এবার সেই সিনেমায় কৌশানী মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এনে ‘বিগ ফ্রাইডে’ চমক দিলেন নন্দিতা-শিবপ্রসাদ! খোপায় সাজানো বনপলাশ। কপালে চন্দন। নাকে নোলক। ‘বহুরূপী’র নতুন মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কাড়লেন কৌশানী। ‘ঝিমলি’র ভূমিকায় পুজোর বক্স অফিস কাঁপাবেন তিনি। প্রথমবার উইন্ডোজ-এর সিনেমার কৌশানী মুখোপাধ্যায়। ডিগ্ল্যাম চরিত্রে তিনি যে দর্শকদের মন কাড়বেন, মোশন পোস্টারের লুকেই তা বেশ বোঝা গেল।

[আরও পড়ুন: মুছলেন ‘সেনগুপ্ত’ পদবী, মনখারাপের পোস্ট! যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে ভাঙন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement