Advertisement
Advertisement
Koushani Mukherjee

পথকুকুরদের খাইয়ে জন্মদিন পালন কৌশানীর, অভিনেত্রীকে কুর্নিশ পশুপ্রেমীদের

ভিডিওতে দেখা গেল সারমেয়দের যত্ন সহকারে খাওয়াচ্ছেন অভিনেত্রী।

Koushani Mukherjee celebrates birthday by feeding stray dogs
Published by: Sandipta Bhanja
  • Posted:May 17, 2024 5:05 pm
  • Updated:May 17, 2024 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ মে, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) জন্মদিন। শুক্রবার, ৩২ বছরে পা রাখলেন অভিনেত্রী। বিশেষ এই দিনটি তিনি বরাবর কাছের মানুষদের সঙ্গে সেলিব্রেট করতেই পছন্দ করেন। এবছর খানিক আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু হয়েছে তাঁর। ইতিমধ্যেই তিনটি কেক কেটে ফেলেছেন অভিনেত্রী। তবে শুক্রবার জন্মদিনে পথকুকুরদের সেবায় দেখা গেল কৌশানীকে।

সেলেবদের জন্মদিন নিয়ে বরাবরই অনুরাগীদের আলাদা কৌতূহল থাকে। কী খাবেন? কী পরবেন কিংবা কীভাবে সেলিব্রেট করবেন? এহেন নানা প্রশ্ন ভিড় করে তাঁদের মনে। কৌশানীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। প্রতিবারের মতো এবারেও শহরের এক হোটেলে বসবে অভিনেত্রীর জন্মদিনের আসর। ফি বছর বাবার কাছ থেকে সোনার উপহার পান তিনি। এছাড়াও প্রেমিক বনি সেনগুপ্ত উপহারে ভরিয়ে দেন তাঁকে। এবছরও প্ল্যান ভরপুর! তবে তার মাঝেই সকালে পথসারমেয়দের মন ভরে খাওয়ালেন কৌশানী মুখোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: অনুরাগ কাশ্যপের ছবিতে ঋদ্ধি সেন, ফের বলিউড সিনেমায় অভিনেতা!]

রাস্তার চারপেয়ে অবলা প্রাণীগুলোকে দেখলে যেখানে মানুষ দূর-ছাই করেন, সেখানে কৌশানী তাদের কাছে টেনে নিলেন। অভিনেত্রী বরাবর পশুপ্রেমী। তাঁর নিজেরও পোষ্য রয়েছে। তাই এই বিশেষ দিনটির আনন্দ উদযাপন ‘ওদের’ সঙ্গেও ভাগ করে নিলেন। ভিডিওতে দেখা গেল সারমেয়দের যত্ন সহকারে খাওয়াচ্ছেন কৌশানী। আর অভিনেত্রীর এমন মানবিক উদ্যোগেই তাঁকে কুর্নিশ জানালেন অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

[আরও পড়ুন: গুটখার প্রচার! তবুও শাহরুখ-অমিতাভের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ বম্বে হাই কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement