Advertisement
Advertisement

Breaking News

Koneenica Banerjee

হাসপাতালে ভর্তি মা, কীভাবে কাটছে কনীনিকার জন্মদিন?

জন্মদিনের প্ল্যান শেয়ার করলেন অভিনেত্রী।

Koneenica Banerjee shares her birth Day Plans
Published by: Akash Misra
  • Posted:May 21, 2024 3:39 pm
  • Updated:May 21, 2024 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে বড্ড মন খারাপ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। আর হবে নাই বা কেন? মা অসুস্থ। ভর্তি রয়েছেন হাসপাতালে। এই অবস্থায় কোন মেয়ের মন ভালো থাকে! তাই জন্মদিন হলেও, তেমন কোনও উদযাপনে নারাজ কনীনিকা।

সংবাদ মাধ্যমকে কনীনিকা (Koneenica Banerjee) জানিয়েছেন, ”চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা। আবার দশ দিনের মাথায় অসুস্থ হয়ে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আজকে সত্যিই আলাদা করে জন্মদিন বলে কোনও উত্তেজনা অনুভব করছি না।”

Advertisement

[আরও পড়ুন: প্রথমবার রুক্মিণীর বাবার সঙ্গে দেখা, নিজের পরিচয় কীভাবে দিলেন দেব? ভাইরাল ভিডিও]

প্রতিবার জন্মদিনে মায়ের হাতের পায়েস খান কনীনিকা। কিন্তু মা হাসপাতালে থাকায় এবার আর সেটা খাওয়া হল না। আপসোস নিয়ে কনীনিকা জানালেন, ”আজকে হাসপাতালে যখন মাকে হাসপাতালে দেখতে যাই, মা তো আমাকে দেখে অবাক। সন্তানের জন্মদিনে হাসপাতালের বিছানায় শুয়ে থাকাটা কোন মায়ের ভালো লাগে। আমিও তো একজন মা। সেটা বুঝি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koneenica Banerjee (@koneenica_banerjee)


সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ”চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা। আবার দশ দিনের মাথায় অসুস্থ হয়ে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আজকে সত্যিই আলাদা করে জন্মদিন বলে কোনও উত্তেজনা অনুভব করছি না।”

[আরও পড়ুন: সাদা পরেই ভোট দিচ্ছেন তারকারা, গণতন্ত্রের উৎসবেও কি সেট হল নতুন ফ্যাশন ট্রেন্ড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub