Advertisement
Advertisement

Breaking News

KIFF 2024

‘ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি জগন দেখানো হয়নি’, KIFF-এ ক্ষোভ উগড়ে দিলেন সুব্রত!

ঠিক কী বললেন অভিনেতা সুব্রত দত্ত?

KIFF 2024: 'Jagan' actor Subrata Dutta on Bangladesh
Published by: Sandipta Bhanja
  • Posted:December 8, 2024 7:52 pm
  • Updated:December 8, 2024 7:52 pm  

সন্দীপ্তা ভঞ্জ: বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পদতলে ভারতের তেরঙ্গা! খুব বেশি দিন হয়নি এহেন অবমাননাকর দৃশ্য দেখে গর্জে উঠেছিল বাংলার শিল্পীমহলের একাংশ। সেই আবহেই আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে পদ্মাপারের কোনও সিনেমা না থাকায় কেউ আক্ষেপও প্রকাশ করেননি। এবার কলকাতার ফিল্মোৎসবে (Kolkata International Film Festival) এসে অভিনেতা সুব্রত দত্ত জানালেন, তাঁদের সিনেমা ‘জগন’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হলেও দেখানো হয়নি।

কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে দেখানো হয় সঞ্জীব দে পরিচালিত ‘জগন’ ছবিটি। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত। বিশেষভাবে সক্ষম ‘জগন’-এর ভূমিকায় সুব্রতর অভিনয় ইতিমধ্যেই কিফ-এ বহুল প্রশংসিত হয়েছে। রবিবার নন্দন চত্বরে খোশমেজাজে দেখা যায় অভিনেতাকে। মুখে ‘জয় বাংলা’ ধ্বনি। সেখানেই সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি সংবাদ প্রতিদিন-এর মুখোমুখি হয়ে সুব্রত জানালেন, “আমাদের বাংলা ভাষাকে এবং পশ্চিমবঙ্গকে যেভাবে অন্য দেশ হেয় করে, সেই প্রেক্ষিতেই আমি ‘জয় বাংলা’ বলি। বাংলাদেশ হয়তো এখন বুঝতে পারছে না, শিশুসুলভ আচরণ করছে। ১৯৭১ সালে আমরাই একটা দেশ গড়ে তুলতে সাহায্য করেছিলাম। আর এখন ওঁরা আমাদের অস্বীকার করছে।”

Advertisement

বাংলাদেশের কোনও সিনেমা ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই, সেপ্রসঙ্গে কোনও প্রশ্ন ছোঁড়ার আগেই অভিনেতা রীতিমতো নিজেই ঝাঁপিয়ে পড়লেন উত্তর দেওয়ার জন্য। সুব্রত ‘জগন’ ছবির পরিচালক সঞ্জীব দে-কে পাশে নিয়ে বললেন, “আমাদের সিনেমাটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছিল। কিন্তু সেটা বাংলাদেশে দেখানো হয়নি। কেন আমাদের কলকাতার চলচ্চিত্র উৎসবে সেদেশের সিনেমা নেই- বলে যদি কেউ আমায় প্রশ্ন করে, আমার উত্তর এটাই হবে। যে আমাদের ছবি ওখানে দেখানো হয়নি।” আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের কমিটি তথা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অভিনেতার মন্তব্য, “রবীন্দ্র সদন পুরো হাউজফুল হওয়া সহজ নয়। কিন্তু ‘জগন’ দেখতে শনিবার সন্ধেয় যে সংখ্যক মানুষেরা ভিড় জমিয়েছিলেন এবং যেভাবে প্রশংসা করেছেন, আমি আল্পুত। আমি বরাবরই বলি, এটা কলকাতা বলেই সম্ভব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement