Advertisement
Advertisement
Khadaan Trailer

দুই দেব, এক যিশু আর কয়লা খনি, অ্যাকশনেই হিট ‘খাদান’ ট্রেলার

ছবি মুক্তির ৪৮ ঘণ্টা আগে আড়াই মিনিটের ভিডিওতেই ধামাকা।

Khadaan Trailer: Dev and Jisshu Sengupta starrer movie set the stage ablaze
Published by: Suparna Majumder
  • Posted:December 18, 2024 9:45 am
  • Updated:December 18, 2024 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’তুখোড় সংলাপ, ভরপুর অ্যাকশন আর ধূসর খাদানে রঙিন রোম্যান্সে জমজমাট দেবের খাদানের ট্রেলার। টেকনিক্যাল সমস্যার জন্য ট্রেলার মুক্তির দিন পিছলেও দেব যখন কথা দিয়েছিলেন, সেরাটাই ভক্তদের উপহার দেবেন, সেই কথাই রাখলেন! আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। তার ৪৮ ঘণ্টা আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। দুই দেব, এক যিশু আর কয়লা খনির দুরন্ত কাহিনির আভাস মিলল আড়াই মিনিটের ভিডিওতে।

khadaan

Advertisement

‘সাপ কাটলে মানুষ মরে, লোভ সেই সাপের মণি। শাক দিয়ে ঢাকছ মাছ, বলবে কথা কয়লা খনি’, ক্যাপশনে একথা লিখেই সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছেন দেব। ছবিতে দেবের ডবল ধামাকা। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে সুপারস্টারকে। মোহনের ভূমিকায় যিশু সেনগুপ্ত।

 

শ্যাম-মোহন যেন ‘শোলে’ সিনেমার জয় ও বীরুর মতো। ‘ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ’ থেকে সাবধান থাকার পরামর্শই দেয় মোহন। তার বুদ্ধি আর শ্যামেরার বলের জোরে কয়লা খনির রাজত্ব। কিন্তু ‘রাজার রাজা’ কে? প্রশ্নের উত্তর আগামী শুক্রবার সিনেমা হলে পাওয়া যাবে। ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

 

গোটা বাংলা জুড়ে ছবির প্রচার করেছেন দেব ও তাঁর সঙ্গীরা। ১৫ ডিসেম্বর ছবির ট্রেলার প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা হয়ে ওঠেনি। তবে কথায় আছে, ‘দের আয়ে, দুরুস্ত আয়ে।’ তাই-ই হল ‘খাদান’ ট্রেলারে। ছবিতে শ্যামের স্ত্রী যমুনার চরিত্রে দেখা যাচ্ছে বরখা বিশতকে। শ্যামের ছেলের সঙ্গীনি ইধিকা পাল। যিশু সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে স্নেহা বসুকে। এছাড়াও সুজিত রিনো দত্ত পরিচালিত ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement