ছবি- ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবারই গোটা কাপুর ‘খান-দান’ দিল্লিতে পাড়ি দিয়েছিল। করিশ্মা-করিনা, রণবীর কাপুরের পাশাপাশি পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট এবং জামাই সইফ আলি খানও উপস্থিত ছিলেন সেই সাক্ষাৎ পর্বে। সেখানেই আলাপচারিতা সেরে জেহ-তৈমুরের জন্য সইফ-করিনার (Kareena Kapoor-Saif Ali Khan) হাতে বিশেষ উপহার তুলে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আহ্লাদে আটখানা বেবো।
সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুললেন না করিনা কাপুর খান। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে দিল্লিতে তার একরাত আগে থেকে শুরু হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’। তার প্রাক্কালেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা। সইফ-করিনা, রণবীর-আলিয়া, করিশ্মা কাপুর, রিধিমা কাপুর সাহানি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নীতু কাপুর, রিমা জৈন এবং তাঁর ছেলে আদর জৈন। ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, তার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিনা কাপুর। তবে জেহ, তৈমুর (Taimur, Jeh) কী উপহার পেল মোদির তরফে? বেবোর পোস্টেই মিলল তার ঝলক। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল দুই পতৌদি খুদের জন্য একটুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দিয়েছেন মোদি। আর এই বয়সেই দেশের প্রধানমন্ত্রীর তরফে অটোগ্রাফ সংগ্রহ করা চারটিখানি কথা নয়! পতৌদি কিংবা কাপুর পরিবার বলেই সম্ভব।
পোস্টের দীর্ঘ ক্যাপশনে করিনা লিখেছেন, “এত সুন্দর একটা দুপুর উপহার দেওয়ার জন্য মোদিজিকে অসংখ্য ধন্যবাদ। ওঁর উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। চলতি বছর ঠাকুরদার জন্মশতবার্ষিকী উদযাপন করছি আমরা। ভারতীয় সিনেমার তাঁর অবদান, তাঁর ঐতিহ্য এবং ভাবনা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের অনুপ্রাণিত করেছে। সেই প্রেক্ষিতে ঠাকুরদার (রাজ কাপুর) অভিনীত সিনেমাগুলি নিয়েই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। আমরা ভীষণ গর্বিত।” কাপুর পরিবারের প্রবীণ প্রজন্মের বউমা নীতুও মোদির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর পাশে সকলে একসারিতে দাঁড়িয়ে ছবি তোলার পাশাপাশি নিজেরাও ‘সেলফি-সেশন’ সারেন। কাপুরদের সঙ্গে এই মোদি সাক্ষাতের ছবি আপাতত নেটপাড়ায় ভাইরাল। পাশাপাশি চর্চায় জেহ-তৈমুরের জন্য প্রধানমন্ত্রীর উপহারও।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.