সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নেপোটিজমের ঝান্ডাধারী’ বলে যে পরিচালককে উদয়াস্ত কটাক্ষ করতেন, এবার তাঁকেই নিজের সিনেমায় কাস্ট করতে চাইছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এ তো হিসেবের উলট পুরাণ! কঙ্গনার কাছে করণ জোহরই যেন ‘নন্দ ঘোষ’। বলিউডের যে কোনও ঘটনা নিয়ে পরিচালক-প্রযোজককে বিঁধতে ছাড়েন না তিনি সাংসদ-অভিনেত্রী। করণ জোহর (Karan Johar) তাঁর কাছে ‘নেপোটিজমের ঝান্ডাধারী’। তবুও তাঁকে দিয়ে নিজের ছবিতে অভিনয় করাতে চাইছেন কঙ্গনা রানাউত।
তাহলে কি অতীতের মান-অভিমান মিটল? সম্প্রতি ‘এমার্জেন্সি’র প্রচারে ‘ইন্ডিয়ান আইডল’-এ গিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই করণের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী। তবে এবার শর্ত একটাই। কঙ্গনা থাকবেন পরিচালকের আসনে, আর করণ জোহর ক্যামেরার সামনে। সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, “করণ স্যরের উচিত আমার সঙ্গে একটা সিনেমা করা। আমি ওঁকে খুব ভালো একটা চরিত্র দেব। আর ভালো একটা সিনেমা বানাব। যেখানে শাশুড়ি-বউমার ঝগড়া থাকবে না। কোনও পিআর প্রক্রিয়া নাক গলাবে না। একটা ঠিকটাক সিনেমা বানাব। আর ওঁকে যথাযোগ্য চরিত্র দেব।”
২০১৭ সালে কফি উইথ করণ শোয়ে গিয়ে কঙ্গনা একবার মুখের উপর করণ জোহরকে মুভি মাফিয়া বলে কটাক্ষ করেছিলেন। শুধু কি তাই? ২০২৩ সালে রকি অউর রানি সিনেমার সময়েও পরিচালক-প্রযোজককে কটাক্ষ করে বলেছিলেন, “করণ জোহর আপনার লজ্জা হওয়া উচিত একই ধরণের সিনেমা বারবার বানানোর জন্য। নিজেকে ভারতীয় সিনেমার অগ্রদূত বলেও আরও পিছিয়ে নিয়ে যাচ্ছেন। বলিউড ইন্ডাস্ট্রির এহেন দুর্দিনে অযথা টাকা নষ্ট করবেন না। এবার অবসর নিন। আর নতুন পরিচালকদের কাজ করার সুযোগ দিন।” এবার সেই পরিচালক-প্রযোজককেই নিজের পরিচালিত ছবিতে অভিনয় করানোর কথা বললেন বিদ্রুপের সুরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.