Advertisement
Advertisement

Breaking News

Kangana-Priyanka

প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কঙ্গনার ‘এমার্জেন্সি’ কথা, গান্ধী পরিবারকে ছবি দেখতে ডাকবেন?

সংসদ ভবনে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার।

Kangana Ranaut Reportedly Meets Priyanka Gandhi In Parliament, Talked about 'Emergency'
Published by: Suparna Majumder
  • Posted:January 8, 2025 2:40 pm
  • Updated:January 8, 2025 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার মুক্তির তারিখ পালটেছে। অবশেষে ১৭ জানুয়ারি কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ছবি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা হয়েছে অভিনেত্রী-পরিচালকের। কঙ্গনা নিজেও বিজেপি সাংসদ। সংসদ ভবনে দেখা হয়েছিল দুজনের। ছবি নিয়ে কী কথা হল? এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান তারকা।

Kangana-Priyanka-1

Advertisement

‘এমার্জেন্সি’ সিনেমায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। সাতের দশকের উত্তাল সময়ের ভিতেই সাজানো চিত্রনাট্য। সংসদ ভবনে যখন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কার সঙ্গে কঙ্গনার দেখা হয় অভিনেত্রী-পরিচালক ওয়ানড়ের সাংসদকে বলেন, “এই ছবিটা আপনার দেখা উচিত।” প্রিয়াঙ্কার উত্তর ছিল, ‘হয়তো দেখতে পারি।’ কঙ্গনার আশ্বাস, ছবিটি প্রিয়াঙ্কার পছন্দ হবে।

ছবি নিষিদ্ধ করার ডাক, তথ্য বিকৃতির অভিযোগ, প্রাণনাশের হুমকি-সহ একাধিক বিতর্কে কঙ্গনার ‘এমার্জেন্সি’র নাম জড়িয়েছে। ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়কে অপমান করার অভিযোগও ওঠে। গত বছরের জুন মাসে ছবির মুক্তির তারিখ ধার্য করা হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য তা পিছিয়ে যায়। ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু আগস্ট মাসে কঙ্গনা দাবি করেন, সেন্সরের ছাড়পত্র পায়নি তাঁর ছবি। তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই কঙ্গনার এই ছবিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে।

Reports of Kangana Ranaut again in trouble Amid Controversy Over 'Emergency'

এমন পরিস্থিতিতেই সাক্ষাৎকারে কঙ্গনার কাছে জানতে চাওয়া হয় তিনি গান্ধী-নেহেরু পরিবারকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাবেন কি না। উত্তরে অভিনেত্রী-পরিচালক বলেন, “দেখা যাক তাঁরা সিনেমাটি দেখতে চান কি না। আমার বিশ্বাস, এখানে একটি পর্ব এবং এক ব্যক্তিত্বের চিত্রায়ন অত্যন্ত সংবেদনশীল ও সচেতনভাবে করা হয়েছে। আমি অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে যত্ন নিয়ে মিসেস গান্ধীর চরিত্রে অভিনয় করেছি।”

এদিকে কঙ্গনাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন ছবির অন্যতম অভিনেতা অনুপম খের। বর্ষীয়ান অভিনেতা জানান, কঙ্গনা তাঁর কাজ করা সেরা পরিচালকদের একজন। ‘এমার্জেন্সি’তে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন অনুপম। এর আগে কঙ্গনা জানিয়েছিলেন, অনুপম খের যদি ‘এমার্জেন্সি’তে অভিনয় করতে রাজি না হতেন তাহলে ছবিটা তিনি তৈরিই করতে পারতেন না।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement