Advertisement
Advertisement

Breaking News

Kanchan Mullick

‘ওশ-কৃষভি দুজনেই আমার সন্তান, দয়া করে ওদের ছেড়ে দিন’, শিশুদিবসে আর্জি কাঞ্চনের

দুই সন্তানকে জড়িয়ে ট্রোল! বিশেষ অনুরোধ বাবা কাঞ্চন মল্লিকের।

Kanchan Mullick on both Child on Children's Day
Published by: Sandipta Bhanja
  • Posted:November 14, 2024 5:12 pm
  • Updated:November 14, 2024 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ী ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। এদিকে কন্যাসন্তান হওয়ার পরই কাঞ্চন মল্লিকের আগেরপক্ষের স্ত্রী-সন্তানও চর্চার শিরোনামে। দুই সন্তানকে নিয়ে ট্রোল, মিমের অন্ত নেই! এবার সেই প্রেক্ষিতেই শিশুদিবসে দুই সন্তানকে নিয়ে বিশেষ আর্জি কাঞ্চন মল্লিকের।

প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকে ছোট্ট ওশ। কিন্তু প্রথম পিতৃত্বের অনুভূতি সেখান থেকেই। হাজার হলেও বাবা বলে কথা। তাই কৃষভি হওয়ার পর যখন নেটপাড়ার একাংশের নজর ওশ এবং তাঁর মা পিঙ্কির গতিবিধির দিকে, কেউ বা আবার ঠাট্টা, বিদ্রুপ করতেও পিছপা হননি! কটাক্ষের আঁচ থেকে ছাড় পায়নি ওশ, কৃষভিরাও, সেই আবহেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন কাঞ্চন মল্লিক। রাখলেন বিশেষ অনুরোধও। তারকা বিধায়কের আর্জি, “দয়া করে বাচ্চাগুলোকে ছেড়ে দিন। ওরা শিশু। ওদের সুন্দরভাবে বাঁচতে দিন।”

Advertisement

ঠিক কী বললেন কাঞ্চন মল্লিক? তাঁর কথায়, “ওশ এবং কৃষভি দুজনেই আমার সন্তান। একজন সদ্যোজাত। সবে পৃথিবীর আলো দেখেছে। আরেকজনও শৈশবই কাটাচ্ছে। করজোরে অনুরোধ, নতমস্তকে অনুরোধ, যা বলার আমাকে বলুন। আমাদের নিয়ে নানা কথা তো বলেই থাকেন। কিন্তু শিশুগুলোকে ছেড়ে দিন। যাঁরা ফুল, শিশু ভালোবাসেন, তাঁরাই প্রকৃত মানুষ। তাই ওঁদের নিয়ে ট্রোল করবেন না।” সম্প্রতি অভিনেতার প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় শ্রীময়ী এবং কৃষভির সুস্বাস্থ্য কামনা করেছেন সংবাদমাধ্যমের কাছে। আর ওশের উপর যে এর কোনও প্রভাব পড়েনি, সেটাও জানিয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement