Advertisement
Advertisement

Breaking News

Kalki 2898

‘হিন্দু ধর্মকে অপমান’, হাজার কোটির রেকর্ড গড়েও আইনি জটিলতায় প্রভাস-দীপিকার ‘কল্কি’

'ভগবান বিষ্ণু তথা সমগ্র হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ তুললেন কংগ্রেসের প্রাক্তন নেতা তথা কল্কি ধামের পিঠাধীশ্বর।

Kalki 2898 gets legal notice from Acharya Pramod Krishnam for hurting Hindu religious

ছবি- এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:July 22, 2024 9:48 am
  • Updated:July 22, 2024 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘কল্কি’র বিজয়রথ। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি। বক্স অফিস রিপোর্ট বলছে ইতিমধ্যেই প্রভাস-দীপিকার ছবি গোটা বিশ্বে ১০০০ কোটির মাইলস্টোন ছুঁয়েছে। চলতি বছরের সবচেয়ে বেশি ব‌্যবসা করা ছবিগুলির তালিকায় এটি নিঃসন্দেহে অন‌্যতম। শুধু তাই নয়। বিশ্বে হাজার কোটির গণ্ডী ছুঁয়ে ফেলা ভারতীয় সিনেমার সপ্তাম স্থানে রয়েছে ‘কল্কি’। এত ব্যবসা করা ছবি রেকর্ড গড়েও এবার আইনি জটিলতায় জড়াল।

জুনের ২৭ তারিখ মুক্তি পেয়েছে ‘কল্কি’। তবে মুক্তির প্রায় সপ্তাহ খানেক পর খানিকটা হঠাৎ করেই বিতর্কে জড়াল ‘কল্কি ২৮৯৮ এডি’। কংগ্রেসের প্রাক্তন নেতা তথা কল্কি ধামের পিঠাধীশ্বর আচার্য প্রমোদ সম্প্রতি সিনেমার নির্মাতাদের আইনি নোটিস পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, “এই ছবি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে।” ওই নোটিসের বয়ান অনুযায়ী, “কল্কি সিনেমাটি বিষ্ণুর দশম অবতার তথা ঈশ্বর কল্কির মূল ভাবনাকেই বদলে দিয়েছে। হিন্দু পুরাণ এবং মহাকাব্যে যা যা লেখা রয়েছে তার থেকে অনেকটাই আলাদা এই সিনেমার গল্প। কল্কিকে এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল এবং অসম্মানজনক। প্রায় লক্ষ, কোটি মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে।”

Advertisement
Prabhas's 'Kalki 2898 AD' crosses Rs 500 crore in India
ছবি- এক্স হ্যান্ডেল

‘কল্কি’ সিনেমার গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। সেই গল্প, চিত্রনাট্য নিয়েও এবার আপত্তি তুললেন কল্কি ধামের পিঠাধীশ্বর আচার্য। 

[আরও পড়ুন: ‘বাংলাদেশকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি’, একুশের মঞ্চ থেকে ফিরেই শান্তির বার্তা দেবের]

প্রমোদের অভিযোগ, এই ছবি ঈশ্বর কল্কিকে নিয়ে ভুল বার্তা দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। এর ফলে ভবিষ‌্যতে মানুষ হিন্দু ধর্মের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর সেটা হলে, সামগ্রিকভাবে ক্ষতি হবে হিন্দুদেরই। শুধু আইনি নোটিস পাঠিয়েই কিন্তু ক্ষান্ত হননি কৃষ্ণন। কল্কি ধামের পিঠাধীশ্বর আচার্য এক সংবাদমাধ‌্যমের কাছেও তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন প্রভাস-দীপিকার ব্লকবাস্টার ছবি নিয়ে। তাঁর বক্তব‌্য, “আজকাল হিন্দু ধর্মের বেদ-পুরাণ, মহাকাব্যগুলোকে সিনেমায় বিকৃত করা এক ধরনের ফ্যাশন হয়ে গিয়েছে। এরকম করার অধিকার কারও নেই।” পরিচালক নাগ অশ্বিনের কল্কি যখন বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে, তখন হিন্দু ধর্মে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় জড়াতে হল। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান এবং শাশ্বত চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘লোকে আমায় ঠগবাজ, প্রতারক বলে’, আলিয়া-রাহাকে নিয়ে সুখী গৃহকোণেও আক্ষেপ রণবীরের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement