Advertisement
Advertisement

Breaking News

Jisshu Sengupta

ডিভোর্সের চর্চা, গুঞ্জনের মাঝেই হাসিমুখে ক্যামেরায় পোজ যিশুর, সঙ্গে কে? দিলেন ‘সুখবর’ও

নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের পর এই প্রথমবার ধরা দিলেন যিশু সেনগুপ্ত।

Jisshu Sengupta attends an event along with Dev
Published by: Sandipta Bhanja
  • Posted:August 31, 2024 2:22 pm
  • Updated:August 31, 2024 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলাঞ্জনাই বিচ্ছেদ যন্ত্রণার ইঙ্গিত দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) সঙ্গে তাঁর দুই দশকের দাম্পত্য ভাঙার খবরে মন ভেঙেছিল অনুরাগীদেরও। বিনোদুনিয়ার অন্দরমহল সূত্রে খবর, যিশু-নীলাঞ্জনা আর একছাদের তলায় থাকেন না। কন্যা সারাও বাবাকে সোশাল মিডিয়ায় আনফলো করে মায়ের হাত শক্ত করে ধরার বার্তা দিয়েছিলেন। তবে এত সব কাণ্ডের মাঝেও কিন্তু যিশু চুপ থেকেছেন। দাম্পত্য ফাটল নিয়ে তাঁর সোশাল মিডিয়াতে কোনওরকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখা যায়নি। তবে শুক্রবার রাতে শেষমেশ হাসিমুখে ধরা দিলেন অভিনেতা।

শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় ‘সুখবর’ও দিলেন অভিনেতা। এদিন প্রযোজক অতনু রায় চৌধুরীর নাতনির অন্নপ্রাশনে আমন্ত্রিত ছিলেন দেব, যিশু-সহ আরও অনেকেই। সেই অনুষ্ঠানে গিয়েই অতনুর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে দেখা গেল যিশু সেনগুপ্তকে। এদিকে ডিভোর্সের চর্চা, গুঞ্জনের মাস দুয়েকের মধ্যে কোনও কাজের আপডেটও দেননি অভিনেতা। তবে শুক্রবার ইনস্টাগ্রামে ফিরলেন তিনি। পাশাপাশি একটি সুখবরও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। যিশুর ইনস্টা স্টোরিতে উঁকি দিয়েই দেখা গেল, আইফা অ্যাওয়ার্ডে সেরা খলনায়ক বিভাগে মনোনীত হয়েছেন তিনি। যেখানে প্রকাশ রাজের মতো দুঁদে অভিনেতার সঙ্গে টেক্কা দিচ্ছেন তিনি। বলাই বাহুল্য, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও যিশু যে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতায় পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রোপাগান্ডা ছবিতে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা’, কুণালের মন্তব্যে সায় জানিয়ে সরব সোহম]

যিশু-নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদ আইনি পথে আদৌ গড়িয়েছে কিনা, সেই বিষয়েও নানা ধন্দ তৈরি হয়েছে। তবে ডিভোর্স নাকি অবশ্যম্ভাবী! ঘনিষ্ঠমহল সূত্রে এমন কথাই শোনা যাচ্ছে। গুঞ্জন, শিনাল সুর্তির সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনেতার কর্মক্ষেত্রে সুবিধের জন্যই বন্ধু হিসেবে তাঁর বাড়িতে জায়গা দিয়েছিলেন তাঁকে। কিন্তু নীলাঞ্জনা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি যে, সেই বন্ধুর জন্যই তাঁর ঘর ভাঙবে! টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, বন্ধুমহলে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। প্রায় কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবরে কষ্ট পেয়েছেন নীলাঞ্জনার বাবাও। মাসখানেক আগেই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন তিনি। এমতাবস্থায় এটা যে তাঁর জন্য বড় আঘাত, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, স্ত্রী-সন্তানদের পাশাপাশি শ্যালিকা চন্দনা ভৌমিকের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছেন যিশু। এদিকে যিশু-শিনালের লিভ ইন সম্পর্ক নিয়েও নানা কথা রটেছে! ‘মৌনতাই কি সম্মতির লক্ষণ?’ মনভাঙা অনুরাগীরা বারবার প্রশ্ন করেও উত্তর পাননি প্রিয় অভিনেতার কাছ থেকে। তবে শুভাকাঙ্ক্ষীদের একটাই আর্জি, ‘ঝড় থামুক। থিতু হোক পুরনো সম্পর্ক।’

[আরও পড়ুন: ‘আমিও নির্যাতিতা’, বলছে টলিউড, কীভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে হেনস্তা চলে? জানালেন ৭ অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement