Advertisement
Advertisement
Jennifer Lopez and Ben Affleck

ফের বিচ্ছেদ বেন অ্যাফলেক-জেনিফার লোপেজের! জল্পনা তুঙ্গে

দুই দশক পর সম্পর্ক জোড়া লেগেছিল। দুই বছরেই সুখের সংসারে ভাঙন?

Jennifer Lopez and Ben Affleck divorce rumour, here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:May 17, 2024 9:42 pm
  • Updated:May 18, 2024 12:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দশক পর সম্পর্ক জোড়া লেগেছিল। দুই বছরের মধ্যেই তুঙ্গে বিচ্ছেদের জল্পনা। হলিউড তারকা বেন অ্যাফলেক (Ben Affleck) ও অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের (Jennifer lopez) সম্পর্ক নাকি ভাঙনের মুখে। রটনা, গত ৪৭ দিন ধরে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেননি তারকা জুটি। জেনিফারের বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন বেন। এতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।

Jennifer-Lopez-and-Ben-Affleck-1

Advertisement

২০০২ সালের মাঝামাঝি প্রথমবার বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২০০৩ ও ২০০৪ সালেই মুক্তি পেয়েছিল বেন ও জেনিফারে ছবি ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’। সেই সময় বিয়েও পাকা হয়ে গিয়েছিল। আচমকাই ছন্দপতন। ব্রেকআপের সিদ্ধান্ত তারকা যুগল। তার পর অবশ্য বন্ধুত্ব ছিল।

[আরও পড়ুন: মৃত্যুরথে কালভৈরব! জন্মদিনে বিক্রমের উপহার ‘পারিয়া ২’র ফার্স্টলুক, কী বার্তা তথাগতর?]

বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এদের দু’ জনের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। এঁদেরও রয়েছে তিন সন্তান। দু’জনের সেই সম্পর্কও টেকেনি। জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। বেন সেই সময় আনা দে আর্মাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু বিধির বিধানে অন্য কিছু লেখা ছিল।

Jennifer-Lopez-and-Ben-Affleck-3

২০২১ সালে আবারও বেন ও জেনিফারকে একসঙ্গে দেখা যায়। ২০২২ সালে বাগদান সারেন দুজন। সে বছরের ১৬ জুলাই লাস ভেগাসে গিয়ে করেন বিয়ে। এক মাস পর পরিবার ও বন্ধুদের জন্য অনুষ্ঠানও করেছিলেন দুজন। কিন্তু সুখের এই সংসার হয়তো এবারও বেশি দিন টিকল না। শোনা এও যাচ্ছে, ঝামেলা হলেও এখনই বিচ্ছেদের পথে হাঁটছেন না বেনিফার। তবে কিছুদিন আলাদা থেকে দেখতে চান তাঁরা।

[আরও পড়ুন: টালমাটাল জীবন থেকে অসম্পূর্ণ প্রেম, ‘অযোগ্য’র ট্রেলারে প্রসেন-পর্ণা-রক্তিমের জটিল রসায়ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement