ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাইতে শহরে আসছে নতুন গোয়েন্দা… কে তিনি? বাংলা সাহিত্যে যেমন গোয়েন্দা চরিত্রের তালিকা লম্বা, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে রূপোলি পর্দায় তাঁদের আনাগোনা। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম ‘অরণ্য চ্যাটার্জি’। যিনি কিনা এই গোয়েন্দা কাহিনির মধ্যমণি। সাহিত্যেপ্রমী বাঙালিদের বোধহয় বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে। তাই তাঁর মগজাস্ত্রের জড়িপ নিতে কৌতুহলী মন তো স্বাভাবিকবশত উদ্বেগ-উৎকণ্ঠায় থাকবেই, তাই নয় কি? তা এই নতুন গোয়েন্দাবাবু কেমন? পরিচয় করালেন জীতু কমল (Jeetu Kamal)।
অভিনেতা বলছেন, “কোনও গোয়েন্দার সদৃশ্যতা নেই। গোয়েন্দাসুলভ কোনও আচরণও নেই। গোয়েন্দা হওয়ার ইচ্ছেও নেই । তবুও, সে গোয়েন্দা।” জীতুই ‘অরণ্য চ্যাটার্জি’র ভূমিকায়। প্রথমবার গোয়েন্দা চরিত্রে। কিন্তু গোয়েন্দাসুলভ হাবভাব না থাকলেও কীভাবে সত্যের অন্বেষণে পাড়ি দেয় সে? তার উত্তর মিলবে জুলাই মাসে। খবর ছিল আগেই। টলিউড পেতে চলেছে নতুন গোয়েন্দা জীতু কমলকে। নেপথ্য়ে ক্রীড়া সাংবাদিক দুলাল দে। দেবের ‘গোলন্দাজ’ ছবিতে চিত্রনাট্যের কাজ সামলানোর পাশাপাশি অভিনয়ও করেছিলেন দুলাল। এবার নতুন গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে পরিচালক হিসেবে হাতেখড়ি করতে চলেছেন তিনি।
ছবির নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।
গোয়েন্দা নিয়ে এত ছবি হচ্ছে শহরে। দর্শক ফের কেন আরেকটা গোয়েন্দা ছবি নিয়ে আগ্রহ দেখাবে? পরিচালক দুলাল দে’র কথায়, “আমার ছবির থিম একটু আলাদা। শহরে নতুন গোয়েন্দা, যে ক্রিকেটের বাইশ গজেও তুখড়। ফার্স্ট ডিভিশন খেলে। সে পুলিশ বিভাগে যুক্ত নয়, তবে ডাক্তারির ছাত্র। অন্যদিকে, সিআইডি ইন্সপেক্টরের চরিত্রে সুদর্শন হালদার (শিলাজিৎ)। অরণ্য আর সুদর্শন সম্পর্কে শ্যালক-জামাইবাবু।’ রানাঘাটের পটভূমিকায় গল্প। চিত্রনাট্য অনুযায়ী এক চিকিৎসকের মৃত্যু হয়, সেখানে যায় অরণ্য। ঘটনাচক্রে সেই মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে যায় সে। ছবিজুড়ে ক্রিকেটের নানা অনুষঙ্গও থাকবে।
এই ছবিতে গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযানের কাহিনি লিপিবদ্ধ করবে তার জামাইবাবু সুদর্শন হালদার। ঠিক যেমন- ব্যোমকেশের গল্প লেখে অজিত। সুদর্শনের চরিত্রে থাকছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার। চমক রয়েছে আরও। রাফিয়াত রশিদ মিথিলা রয়েছেন নার্সের চরিত্রে। এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়। বলা যায় চিত্রনাট্যের অনেকখানি আলো থাকবে তাঁর দিকে। এছাড়া লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, আর জে সায়নরা রয়েছেন অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.