Advertisement
Advertisement

Breaking News

Khakee: The Bengal Chapter trailer

সিস্টেমের মেরুদণ্ড সোজা করতে জিৎ-প্রসেনজিতের দ্বৈরথ, ‘খাকি’র ট্রেলারে মারকাটারি শাশ্বত

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই বড় ঘোষণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কী জানালেন?

Jeet, Prosenjit starrer Khakee: The Bengal Chapter trailer release
Published by: Sandipta Bhanja
  • Posted:March 5, 2025 9:29 pm
  • Updated:March 5, 2025 11:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাঘ-সিংহ একসঙ্গে আসছে’, জিৎকে পাশে নিয়ে সদ্য হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধ সন্ধেয় সেই গর্জন শোনা গেল ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলারে (Khakee: The Bengal Chapter trailer)। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যে রগরগে এক থ্রিলার উপহার দিতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে, ট্রেলার দেখেই তা বেশ বোঝা গেল।

‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এর ট্রেলার জুড়ে মারাত্মক উত্তেজনার আবহ। বন্দুক, কার্তুজ, খুনোখুনির ঝলকেই দানা বাঁধল জমজমাট রহস্য। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে রগরগে দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে জিৎ এবং দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিকের ভূমিকায় প্রসেনজিৎ দুরন্ত। বোঝাই গেল, কেন ইন্ডাস্ট্রি বলেছিলেন, ‘বাঘ-সিংহ আসছে’। আর এই ২.৩৭ মিনিটের ট্রেলারে মারকাটারি অবতারে নজর কাড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ ডনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে টিজারের আবহে আগাগোড়াই প্রায় কৈলাস খেরের কণ্ঠনিঃসৃত ‘এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা’ এক অন্য মাত্রা যোগ করেছিল। এবার ট্রেলারে সংলাপ আর আবহসঙ্গীত জমিয়ে দিল। উল্লেখ্য, কলকাতায় এই সিরিজের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই বড় ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব শিগগিরি এক বাংলা ছবিতে দেখা যাবে জিৎ এবং তাঁকে। যদিও বুম্বাদা সেই সিনেমার নাম প্রকাশ্যে আনেনি।

Advertisement

ট্রেলারে নিঃসন্দেহে চোখ টেনেছে দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিতের দ্বৈরথ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে। জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত চট্টোপাধ্যায়। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল। এছাড়াও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের। আগামী ২০ মার্চ নেটফ্লিক্স-এর পর্দায় দেখা যাবে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub