Advertisement
Advertisement

Breaking News

Javed Akhtar

‘কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হোক’, আদালতের দ্বারস্থ বিরক্ত জাভেদ আখতার

কঙ্গনা বনাম জাভেদের মানহানি মামলায় নতুন মোড়!

Javed Akhtar seeks non-bailable warrant against Kangana Ranaut in defamation case
Published by: Sandipta Bhanja
  • Posted:July 22, 2024 10:29 am
  • Updated:July 22, 2024 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বনাম জাভেদ আখতারের (Javed Akhtar) আইনি দ্বৈরথ এবার নতুন মোড় নিল। অতীতের মানহানি সংক্রান্ত মামলায় বারংবার আদালতে অনুপস্থিতির জেরে মাণ্ডির নবনির্বাচিত সাংসদ কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ‌্য পরোয়ানা জারি করার আবেদন দায়ের করলেন প্রবীণ গীতিকার।

২০১৬ সালের একটি ঘটনা নিয়ে বছর চারেক বাদে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত। অতীত খুঁড়ে অভিনেত্রী তখন অভিযোগ তুলেছিলেন, রোশন পরিবারের হয়ে ওকালতি করেছিলেন জাভেদ আখতার। নিজের বাড়িতে ডেকে কঙ্গনাকে শাসিয়েছিলেন যে, তিনি যাতে হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে রোশনদের বিরুদ্ধে কোনওরকম ঝামেলা না করেন। প্রকাশ্যেই এক সংবাদ মাধ্যম চ্যানেলে কঙ্গনা একথা বলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার। সেই জল এবার এতদূর গড়িয়েছে। সংশ্লিষ্ট মামলায় বারবার আদালতের তরফে কঙ্গনাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যাননি। তাই এবার খানিক বেঁকে বসেছেন বলিউডের প্রবীণ গীতিকার।

Advertisement

Kangana Ranaut AVOIDS Media As She Arrives in Delhi After Slap Incident, Video Goes Viral

[আরও পড়ুন: ‘হিন্দু ধর্মকে অপমান’, হাজার কোটির রেকর্ড গড়েও আইনি জটিলতায় প্রভাস-দীপিকার ‘কল্কি’]

অভিনেত্রী তথা বর্তমানে হিমাচলের মাণ্ডির সাংসদ কঙ্গনার বিরুদ্ধে বলিউডের গীতিকার জাভেদ আখতারের অভিযোগ, তার পর থেকে একাধিকবার আদালতে শুনানির দিনে অনুপস্থিত থেকেছেন কঙ্গনা। এমনকী, গত শনিবারও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও আসেননি কঙ্গনা। এর পরই আখতারের আইনজীবী জয় ভরদ্বাজ, আদালতকে জানান- কঙ্গনা এই মামলায় আদালতে উপস্থিত থেকে স্থায়ী নিষ্কৃতি চেয়ে আবেদন করেছিলেন, যা খারিজ হয়। দায়রা আদালতের পাশাপাশি বম্বে হাই কোর্টও সেই রায়ই বহাল রেখেছিল।

ভরদ্বাজ আদালতকে জানিয়েছেন, “আবেদন খারিজ হওয়া সত্ত্বেও কঙ্গনা একাধিকবার শুনানির তারিখে আদালতে আসেননি। তারপরও নিষ্কৃতি চেয়ে আবেদন করে গিয়েছেন, যার জেরে তাঁর বিরুদ্ধে জামিনযো‌গ‌্য পরোয়ানা জারি করা হয়। তখন আদালতে আসেন কঙ্গনা এবং সেই পরোয়ানা বাতিল হয়ে যায়। শনিবারের শুনানিতে জাভেদ আখতারের আইনজীবী আরও বলেন, “একাধিকবার আবেদন করে কঙ্গনা আদালতের কাজে বিলম্ব ঘটানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবু আদালতে উপস্থিত হননি। এবার জামিন-অযোগ‌্য পরোয়ানা জারি না করা ছাড়া আর উপায় নেই।” তবে আদালত এখনও সেই আবেদন মঞ্জুর করেনি। বরং কঙ্গনাকে আদালতে উপস্থিত হওয়ার জন‌্য নতুন নির্দেশ জারি করেছে। অভিনেত্রী তথা সাংসদের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর, পরবর্তী শুনানির দিন কঙ্গনা রানাউত আদালতে উপস্থিত থাকবেন।

[আরও পড়ুন: ‘বাংলাদেশকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি’, একুশের মঞ্চ থেকে ফিরেই শান্তির বার্তা দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement