সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাংরি ইয়ং ম্যান। বললেই মনে পড়ে অমিতাভ বচ্চনের কথা। আর ‘বিগ বি’র সেই চরিত্রায়নের পিছনে যে দুজন, সেই সেলিম-জাভেদের অন্যতম জাভেদ আখতার জানিয়ে দিলেন, কেন দর্শক কালক্রমে রাগী যুবকের চরিত্র সম্পর্কে ক্লান্ত হয়ে পড়ল। পাশাপাশি তিনি এও জানালেন ‘অ্যানিম্যাল’ রণবীর অমিতাভ বচ্চনের মতো তারকা হতে পারবেন কিনা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদকে বলতে শোনা যায়, ”সমসাময়িক নায়ক কে? মানুষ রাগী হিরো দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে। এটা হয়েছে কেননা অমিতাভ বচ্চনের রাগ তৈরিই হয়েছিল গভীর বেদনা থেকে। আপনি ওঁর রাগের ভিতরে সেই বেদনা দেখতে পাবেন। কিন্তু পরে ওরা বেদনাটা ভুলে গেল। থেকে গেল স্রেফ রাগ। যা নিষ্ঠুরতা। আর সেই কারণেই রাগী যুবকের ব্যাপারটা মুছে গেল। এখন, কে সমসাময়িক মানুষ? সমাজের কাছে, সমবয়সিদের কাছে, পরিবারের কাছে বা নিজের কাছে সে কতটা ঋণী? আপনি কি স্বার্থপরতার সীমানা টানতে পারবেন, যেটার পরে আপনি স্বার্থপরতা করতে পারেন? এটাই আজকের সমাজে পরিষ্কার নয়। আর তাই বড় চরিত্র আসছে না। বড় চরিত্র আসছে না বলে বড় তারকাও আসছে না।”
আর এই প্রসঙ্গেই বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্বের কাছে জানতে চাওয়া হয়, ‘অ্যানিম্য়াল’-এর মতো ছবি করেছেন বলে রণবীর কাপুর (Ranbir Kapoor) কি অমিতাভ বচ্চনের মতো তারকা হতে পারবেন না? যা শুনে জাভেদের মুচকি জবাব, ”না না, আমি ওর জন্য আলাদা ছবির গল্প লিখব।” তাঁর এই উত্তর শুনে হাসির রোল ওঠে দর্শকের মধ্যে থেকে।
প্রসঙ্গত, ভারতীয় বিনোদন জগতের ইতিহাসে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) আগমন ঘটেছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবেই। পর পর ছবি যখন মুখ থুবড়ে পড়ছিল, তখন ‘জঞ্জির’ (১৯৭৩) ছবিতে রাগী পুলিশ অফিসারের ভূমিকায় তিনি আসমুদ্রহিমাচল মাতিয়েছিলেন। পরবর্তী সময়ে সেটাই তাঁর ইমেজ হয়ে ওঠে। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে সেই ইমেজের ভাঙাগড়া নিয়ে কথা বললেন জাভেদ আখতার। যিনি ‘জঞ্জির’ থেকে শুরু করে ‘দিওয়ার’, ‘শোলে’র মতো ছবির চিত্রনাট্যে গড়ে তুলেছিলেন অমিতাভের এই ইমেজ। আজকের দিনে সেই রাগী যুবকের পরিণতি নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন সেই জাভেদই (Javed Akhtar)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.