Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

গান্ধী, আম্বেদকর নিয়ে মুখ খুললেন জাহ্নবী, নায়িকার কথা শুনে অবাক নেটপাড়া!

ঠিক কী বলেছিলেন জাহ্নবী?

Janhvi kapoor surprises internet with views on Mahatma Gandhi and BR Ambedkar
Published by: Akash Misra
  • Posted:May 25, 2024 4:19 pm
  • Updated:May 25, 2024 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও না কোনও কারণে আজকাল খুব খবরে থাকছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কখনও শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম। তো কখনও নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। তবে এবার এই খবরের মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল হল জাহ্নবী কাপুরের এক পুরনো ভিডিও। যেখানে গান্ধীজি ও বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেছিলেন জাহ্নবী। আর তা দেখেই নেটপাড়ায় এখন তুমুল শোরগোল।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। মূলত, জাহ্নবী কাপুর তাঁর ফ্য়াশন, ফিল্ম এবং প্রেম গুঞ্জনের জন্যই খবরে থাকেন। তাঁর মুখে কখনই দেশের রাজনীতি, ইতিহাস নিয়ে কোনও বক্তব্য শোনা যায় না। সেই জাহ্নবী যদি হঠাৎ করে গান্ধীজি ও আম্বেদকরের কথা বলেন, তাহলে তো অবাক হতেই হয়। অন্তত, নেটিজেনরা তেমনই মনে করছেন।

Advertisement

[আরও পড়ুন: করণের ‘রকি-রানি’তে বলিউডে সুপারহিট টোটা, পরিচালকের জন্মদিনে ধরলেন কলম?]

তা ঠিক কী বলেছিলেন জাহ্নবী?

এক ওয়েবসাইটকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে একটা তর্ক হলে সেটা দারুণ হতো। তাঁরা কী ভাবতেন, কী সমর্থন করতেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের ভাবনা বদলেছে কিনা সেটা জানতে পারলে ভালো হতো। বা তাঁরা একে অন্যকে কীভাবে প্রভাবিত করতেন সেটাও। এরাঁ দুজনেই আমাদের সমাজকে ভীষণভাবে সাহায্য করেছেন। তাই ওঁরা কী ভাবতেন সেটা জানতে পারলে দারুণ একটা বিষয় হতো।’

জাহ্নবীর মুখে এমন কথা শুনে নেটিজেনদের একাংশ রীতিমতো খিল্লি শুরু করেছেন। তাঁদের অনেকের মতে, শ্রীদেবীকন্যার মুখে এমন কথা মানায় না। অনেকে আবার জাহ্নবীকে বোকা বলেও আক্রমণ করেছেন।

[আরও পড়ুন: সফল রাঘবের চোখের অস্ত্রোপচার, স্বামীকে সঙ্গে নিয়ে সিদ্ধিবিনায়কের দর্শন সারলেন পরিণীতি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement